যা মানলে অল্পতেই গলবে না বাথরুমের সাবান

অনেকের সাবান অল্পতেই গলে যায়। বাথরুমের সাবানে তরল অনেক ধরনের উপাদানই থাকে বেশি। তাই আর্দ্রতা ও উষ্ণতা পেলে সাবান গলতে শুরু করে। তাই হাতে তৈরি হোক বা বাজার থেকে কেনা—সব ধরনের সাবান দীর্ঘ সময় ব্যবহারের প্রথম শর্ত পানি থেকে দূরে রাখা। আছে আরও কিছু নিয়ম, যেসব মানলে সাবান অল্পতেই গলবে না।

পানি থেকে দূরে রাখুন

সাবান শক্ত রাখতে স্বাভাবিকভাবেই তা পানি থেকে দূরে রাখতে হবে। তবে গরম পানি একেবারেই সাবানের কাছে নেওয়া যাবে না। বেশি তাপমাত্রা ও আর্দ্রতা—দুটিই সাবান দ্রুত গলিয়ে ফেলে। এর প্রধান কারণ সাবানে থাকা তেল। গরম পানির সংস্পর্শে জমাট বাঁধা তেল তরল হয়ে যায়।
ছবি: পেক্সেলস

সাবানদানি ব্যবহার করুন

সাবান যেন কম গলে, এর সহজ একটি উপায় হলো সাবানদানি ব্যবহার। এতে সাবান গলা অনেকটাই কমবে। এখন কিছু বিশেষ আকারের সাবানদানি পাওয়া যায়, যাতে পানি আপনাআপনি ঝরে যায় আর সাবান থাকে অনেকটাই শুকনা।

জানালার পাশে রাখুন

বাতাসে সাবান শুকানোর আরেকটি উপায় আছে। বাথরুমের জানালার পাশে সাবান রেখে দিলে বাতাসে স্বাভাবিকের চেয়ে শক্ত হবে। তবে রোদে শুকানো যাবে না।

গোসলে খালি হাতে সাবান ধরবেন না

গোসলের সময় খালি হাতে সাবান না ধরে নরম পরিষ্কারক কাপড় দিয়ে ধরুন। এতে সাবান কম গলে।

কেটে ব্যবহার করুন

সাবান ছোট টুকরা করে কেটে ব্যবহার করলে একটি সাবান দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব। এতে পুরো সাবানে পানি লাগবে না আর গলবেও না।

লিনেনের কাপড়ে মুড়িয়ে রাখুন

সাবান না গলানোর আরেকটি পদ্ধতি হলো ব্যবহারের পর শুকনো লিনেনের কাপড়ে মুড়িয়ে রাখা। এতে সাবান শক্ত হয় ও গলে কম।