তারকাদের পূজার সাজ

ভাইরাল কাজলের লালচে গোলাপি শাড়ি

চলছে শারদীয় দুর্গাপূজার উৎসব। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামও যেন সেজে উঠেছে দুর্গাপূজার সাজে। তারকাদের দেখা মিলছে মণ্ডপে—শাড়ি, চুরি আর টিপ পরে, চিরায়ত বাঙালিয়ানা সাজে। অনেকে আবার বেছে নিচ্ছেন সালোয়ার কামিজ। এবার এখনো দেখা যায়নি অভিনেত্রী রানি মুখার্জিকে। তবে তিনটি সাজে দেখা দিয়েছেন বোন কাজল। প্রতিবারই আলোচনায় থাকে এই দুজনের পুজোর সাজ–পোশাক। এর ভেতর সপ্তমীতে লাল শাড়ি (ডিপ রেডিশ পিঙ্ক) পরা কাজল রীতিমতো ছেয়ে গেছেন ইন্টারনেটে। অবশ্য এর একটা কারণ আছে। দীর্ঘদিন পর মণ্ডপে দেখা কাকার সঙ্গে। কাকাকে জড়িয়ে ধরে কাজলের কান্না দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। এর আগে দুই বোন ও বলিউড তারকা কাজল আর রানি মুখার্জির নীরব দীর্ঘ ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ঘটেছিল এই দুর্গাপূজার মণ্ডপেই। এক নজরে দেখে নেওয়া যাক, এবারে তারকাদের সপ্তমী আর অষ্টমীর পূজার ভিন্ন ভিন্ন সাজ!
সপ্তমীতে কাজলের এই সাজপোশাক এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। হাতে সবুজ কাচের চুরি। গলায় ভারি গয়না। কান ছিল খালি। কপালে একটা টিপ সম্পূর্ণ করেছে সাজকে! অবশ্য শাড়ির রঙটা পুরোপুরি লাল নয়, রঙটার নাম রেডিশ পিঙ্ক, মানে লালচে গোলাপি!
সপ্তমীতে কাজলের এই সাজপোশাক এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। হাতে সবুজ কাচের চুরি। গলায় ভারি গয়না। কান ছিল খালি।  কপালে একটা টিপ সম্পূর্ণ করেছে সাজকে! অবশ্য শাড়ির রঙটা পুরোপুরি লাল নয়,  রঙটার নাম রেডিশ পিঙ্ক, মানে লালচে গোলাপি!
অষ্টমীতে কাজল দেখা দিয়েছেন নীল শাড়িতে। মা আর বোনের সঙ্গে ঘুরেছেন মণ্ডপে মণ্ডপে
সপ্তমীর সন্ধ্যায় মিথিলার পরনেও ছিল শাড়ি। ব্লাউজের কাটে নানা নতুনত্ব আলাদা করে নজর কেড়েছে এবারের পূজায়।
এদিকে নবরাত্রির সাজে পদ্মফুল হাতে বলিউড তারকা এশা দেওল।
সপ্তমীতে বাংলাদেমের অভিনেত্রী মিমের পরনে ছিল লাল সালোয়ার কামিজ। মেহেদি রাঙা হাত, লিপস্টিক সঙ্গে কানে টানা দুল। কোলে পোষা প্রাণীকে নিয়ে পোজ দিয়েছেন তিনি।
স্বামী আর ছেলেকে নিয়ে পূজা দেখতে গিয়েছিলেন শুভশ্রী। অভিনেত্রী শুভশ্রী আর পরিচালক রাজের ছেলে ইউভান পূজামণ্ডপে।
বলিউডের আরেক বাঙালি অভিনেত্রী মৌনি রায়ের বাঙালিয়ানা বেরিয়ে এসেছে পুজোর সাজে। ইনস্টাগ্রামে এসব ছবির সঙ্গে সমানে চলছে বাংলা ক্যাপশন, ‘পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়, পরাণ-প্রিয়’, ‘আমার পরান যাহা চায়’, ‘ফুলে ফুলে ঢ’লে ঢ’লে বহে কিবা মৃদু বায়,/...কি জানি কিসেরি লাগি প্রাণ করে হায় হায়!’
সালোয়ার কামিজেই চলছে শ্রাবন্তীর অষ্টমী। সানগ্লাস নিতে ভোলেননি এই টালিউড ও ঢালিউড তারকা।
এখন পর্যন্ত এবারের দুর্গাপূজায় কাজলকে দেখা গেছে তিনটি লুকে। তিনটিতেই ছিল শাড়ি, চুরি আর টিপ। এই গোলাপি শাড়ির সঙ্গে একাবারে বাঙালি সাজে দেখা দিয়েছেন তিনি।