কনটেন্ট নির্মাতাদের সম্মানিত করার আয়োজনে ঝলমলে ফ্যাশন শো

পুরষ্কারটার নাম ‘দ্য মার্ভেল অব টুমরো: ইনফ্লুয়েন্সারস ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ডস’। কনটেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়ার অনুষ্ঠান। গতকাল শুক্রবার রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের শেফস টেবিল কোর্ট সাইডে বসেছিল আয়োজনটির দ্বিতীয় আসর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিস্তারকারী কনটেন্ট নির্মাতাদের সম্মানিত করার পাশাপাশি ছিল বিভিন্ন পরিবেশনা। ছবিতে রইল ফ্যাশন শোর কয়েকটি মুহূর্ত ।

লাল লেহেঙ্গায় বিয়ের সাজ
ছবি: সাধন রায়
সাদার স্নিগ্ধতায়
বরের চিরায়ত সাজে
সাফিয়া সাথির নকশা করা পোশাকে
শাড়ি ও লেহেঙ্গায় তিন মডেল
ফ্যাশন শোর একটি মুহূর্ত
ফ্যাশন শোতে অংশগ্রহণকারী মডেলেরা