২৪ কোটির কানের দুল, সোনার পোশাক—একনজরে বলিউডের সবচেয়ে বড় দীপাবলি পার্টি

ভারতের নামকরা ফ্যাশন ডিজাইনারদের মধ্যে একেবারে প্রথম সারিতে থাকবে মনীশ মালহোত্রার নাম। এ বছর এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে বড় প্রাক্‌-দীপাবলি পার্টির হোস্ট তিনি। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক আলোর উৎসবে এই নামজাদা ফ্যাশন ডিজাইনারের বাড়িতে বলিউড তারকাদের আলোচিত ফ্যাশনমুহূর্তে।

এক ফ্রেমে নীতা আম্বানি, রেখা ও মনীশ মালহোত্রা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ভিন্টেজ লেইস, ক্রিস্টাল আর মুক্তায় তৈরি হয়েছে আম্বানিবাড়ির ছোট বউ রাধিকা আম্বানির শাড়িটি
আম্বানিবাড়ির বড় বউ শ্লোকা আম্বানির পরনের জ্যাকেকটি তৈরি হয়েছে খাঁটি সোনা আর রুপায়। সঙ্গে ম্যাচিং শারারা
নীতা আম্বানির নিজস্ব সংগ্রহে আছে বিশ্বের সবচেয়ে দামি ও বিরল রত্নের গয়না। কানের হৃদয়াকৃতির পান্নার যে দুলটি দেখছেন, এর দাম ২৪ কোটি টাকা!
মনীশ মালহোত্রা, শাহরুখ খান ও তাঁর ম্যানেজার পূজা দাদলানি
শাহরুখপত্নী গৌরী খানের মেরুন শাড়ির সঙ্গে রুবি ও হীরার গয়না প্রশংসা কুড়াচ্ছে ফ্যাশন সমালোচকদের কাছ থেকে
এদিন শাহরুখকন্যা সুহানা দেখা দিয়েছিলেন রিসাইকেল করা একটি বেগুনিরঙা ভিন্টেজ শাড়িতে
সারা আলী খান দেখা দিয়েছেন পিচরঙা লেহেঙ্গায়
সস্ত্রীক উপস্থিত ছিলেন ববি দেওল
কাজলের শাড়িটিকে বলা হচ্ছে ‘টু গর্জিয়াস’। কাজলকে একজন স্টাইলিস্ট রাখার পরামর্শও দিচ্ছেন ফ্যাশন সমালোচকেরা
ম্যাক্সিমালিস্ট লুকে শানায়া কাপুর কুড়িয়েছেন সমালোচকদের হাততালি। একাধিক ফ্যাশন সমালোচক তাঁর এই লুককে দিয়েছেন দশে দশ
স্রোতের বিপরীতে গিয়ে মেকআপ করে ‘টোন ডাউন’ করেছেন অনন্যা পান্ডে
তাঁর মুখের রঙের সঙ্গে শরীরের মেকআপের রং নাকি একেবারেই বেমানান—এমনটাই রায় দিয়েছেন ফ্যাশন সমালোচকেরা

সূত্র: ভোগ, ফিল্মিজ্ঞান ও ফিল্মিড্রামা