২০১০ সালে সুন্দরী প্রতিযোগিতা লাক্স-চ্যানেল আই সুপারস্টারে সেরা হয়ে মিডিয়াজগতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। এরপর কেটে গেছে ১৫টি বছর। এই দীর্ঘ সময়ে নাটক, ওটিটি ও সিনেমা মিলিয়ে মেহজাবীনকে ভক্তরা দেখেছেন বিভিন্ন চরিত্রে, বিভিন্ন রূপে। তবে এবার কোনো চরিত্রের জন্য নয়, ‘নকশা’র প্রচ্ছদের জন্য নিজস্ব স্টাইলে সেজেছেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত পরিসরে মেহজাবীন কেমন পোশাক পরেন, কেনাকাটা করেন কোন জায়গা থেকে, কেমন জুতা পছন্দ করেন—সবকিছুই জানতে চান দর্শক। সাক্ষাৎকারে মেহজাবীন জানালেন ফ্যাশনে তাঁর পছন্দ-অপছন্দ।
ক্যাজুয়াল পোশাক হিসেবে মেহজাবীনের পছন্দ ওভারসাইজড শার্ট, সঙ্গে ডেনিমের স্কার্ট বা ট্রাউজার।
পোশাক বাছাইয়ের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যকে সবচেয়ে ওপরে রাখেন মেহজাবীন। এ ছাড়া পোশাক কেনার আগে পোশাকটি কেন কিনছেন, কোথায় পরে যাবেন এবং যেখানে যাবেন সেখানকার আবহের সঙ্গে মানানসই কি না, এসব বিবেচনায় রাখেন।
দেশ-বিদেশের বিভিন্ন ইভেন্ট ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া পড়ে। এসব ইভেন্টের জন্য মেহজাবীনের পছন্দ স্যুট, শাড়ি ও গাউন। স্যুট সাধারণত দেশের বাইরে থেকেই বেশি কেনেন। দেশ থেকে কেনেন শাড়ি। আর দেশ-বিদেশ উভয় জায়গা থেকেই কেনা হয় গাউন। মেহজাবীন বলেন, ‘দেশে এখন অনেক ডিজাইনার বেশ ভালো কাজ করছেন।’ কোথাও ঘুরতে গিয়ে কিছু ভালো লাগলে সেটাও কেনা হয়।
কোথাও বেড়াতে গেলে কোন জায়গায় যাচ্ছেন, সেখানকার আবহাওয়া কেমন, এসব বিবেচনা করে পোশাক নির্বাচন করেন মেহজাবীন। যেমন যেসব জায়গায় তাপমাত্রা কম, সেখানে জ্যাকেট বা ওভারকোট পরেন। আবার গরম অঞ্চলে গেলে ক্যাজুয়াল কাপড় পরতে পছন্দ করেন মেহজাবীন।
ঘড়ি, রোদচশমা ও বেল্ট মেহজাবীনের পছন্দের অনুষঙ্গ। এ তিনটি জিনিস কিনতে ও সংগ্রহ করতে ভালোবাসেন। এ ছাড়া পোশাকের সঙ্গে মিলিয়ে ব্যাগ বেছে নেন। মেহজাবীনের সংগ্রহে রয়েছে দেশ–বিদেশের বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ।
এখন পর্যন্ত ঈদ দেশের বাইরে করার পরিকল্পনা। মেহজাবীন বলেন, ‘ঈদে কী পরব, এখনো ঠিক করা হয়নি। তবে গত ঈদে আমার কয়েকজন ডিজাইনার বন্ধু আমাকে পোশাক উপহার পাঠিয়েছিলেন; আমারও বেশ কিছু পোশাক কেনা আছে, যেগুলো এখনো পরা হয়নি। সেখান থেকেই হয়তো কোনো একটি পোশাক ঈদে এবার পরা হবে।’
আশপাশে কোথাও গেলে বা কোনো কাজে যাওয়ার সময় স্লাইডস পরতে পছন্দ করেন মেহজাবীন। কোনো ইভেন্টে গেলে বেছে নেন হিল, আর কোথাও বেড়াতে গেলে পছন্দ করেন স্নিকার্স।
মেহজাবীনের সৌন্দর্যের রহস্য লুকিয়ে আছে তাঁর সরলতায়। অতিরিক্ত কিছু না করেই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পছন্দ করেন। সৌন্দর্য ধরে রাখতে স্বাভাবিক রুটিনেই বিশ্বাসী মেহজাবীন। খাবারের ক্ষেত্রে কোনো ধরনের বাছবিচার নেই, বাড়ির খাবার থেকে শুরু করে সব ধরনের খাবারই উপভোগ করেন। বিশেষ করে ভাত খেতে খুব ভালোবাসেন। ত্বকের যত্নে নিয়মিত ফেশিয়াল করেন, যা তাঁর ত্বককে রাখে সতেজ। চুলে নিয়মিত হেয়ার স্পা ও অয়েল ম্যাসাজ করেন, যা চুলকে রাখে উজ্জ্বল ও সুস্থ।
কথা বলে জানা গেল, ফিটনেসের ব্যাপারে মেহজাবীন বেশ সচেতন। কিছুদিন ধরে জিম করা শুরু করেছেন। কাজের ফাঁকে সময় পেলেই ব্যায়াম করেন। আর কাজের জন্য তো এমনিতেই বেশ দৌড়ঝাঁপের ওপরে থাকতে হয়। এটিও তাঁর ফিটনেস ধরে রাখতে বেশ সাহায্য করে বলে জানান তিনি।