মেহজাবীন ছাড়াও সীমা গুজরালের নকশা করা পোশাক পরেছেন বলিউডের যেসব তারকা
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিয়েতে যে আইভরি লেহেঙ্গা পরেছেন, সেটি এখন আলোচনায়। দারুণ লেহেঙ্গাটি নকশা করেছেন ভারতীয় ডিজাইনার সীমা গুজরাল। তাঁর ডিজাইন করা পোশাক পরেছেন বলিউডের বিখ্যাত সব তারকারাও। দেখে নিন ছবিতে।
জীবনযাপন ডেস্ক
সীমা গুজরাল ভারতের প্রথম সারির ফ্যাশন ডিজাইনারদের মধ্যে অন্যতম। লেহেঙ্গা, শাড়ি, শারারা ইত্যাদি বানাতেই সিদ্ধহস্ত তিনি। তবে যাঁদের পছন্দের পোশাক রাজকীয় লেহেঙ্গা, তাঁদের পছন্দের ডিজাইনার সীমা গুজরালসীমা গুজরালের লেহেঙ্গায় সবিতা ধুলিপালা। কিছুদিন আগে আরেক ভারতীয় অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনিভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের একমাত্র কন্যা সারা টেন্ডুলকারও পরেছেন সীমার নকশা করা লেহেঙ্গা। সীমার ওয়েবসাইটের তথ্যানুযায়ী, এর দাম ৫ লাখ ২০ হাজার টাকাআলিয়া ফার্নিচারওয়ালার পরনে রয়্যাল ব্লু রঙের লেহেঙ্গা। এর দাম ৪ লাখ ৭২ হাজার টাকা
বিজ্ঞাপন
খুশি কাপুরের পরনের শারারাটিও সীমার নকশা করা৭৭তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় সীমা গুজরালের নকশা করা শাড়িতে প্রীতি জিনতা। শাড়িটি সে সময় দারুণ প্রশংসা কুড়িয়েছিলক্রিস্টাল ও এমব্রয়ডারির কাজ করা অফ শোল্ডার টপ ও শারারায় অদিতি রাও হায়দারিসীমা গুজরালের নকশা করা শারারায় আলিয়া ভাট
বিজ্ঞাপন
মিরর ওয়ার্কের সবুজ শারারায় রাকুল প্রীত সিংটার্টল নেকের শির টপ ও শারারায় মীরা রাজপুতআয়না বসানো একরঙা গেরুয়া শাড়ি ও কোটিতে মাধুরী দীক্ষিতচুমকি বসানো পীত রঙের লেহেঙ্গায় ম্রুণাল ঠাকুরসীমার নকশা করা লেহেঙ্গাগুলোর দাম ৩–৬ লাখ টাকার মধ্যে। এই ছবিতে মডেলের পরনের লেহেঙ্গাটির দাম ৪ লাখ ৩৩ হাজার টাকাসীমার নকশা করা লেহেঙ্গায় বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে মেহজাবীনের এই কনে লুক