তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে গত ৫ থেকে ৭ ডিসেম্বর বসেছিল আর্কা ফ্যাশন উইকের শীতকালীন আয়োজন আর্কা ফ্যাশন উইক উইন্টার-২০২৫। তিন দিনের এই আয়োজনে ছিল ফ্যাশন শো, মার্কেটপ্লেস, মাস্টারক্লাস, ফুড জোনসহ আরও অনেক কিছু। প্রতিবারের মতো এবারও আর্কা ফ্যাশন উইকের ফ্যাশন শো ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে।
