দেখে নিন এবারের আর্কা ফ্যাশন উইকের রানওয়ের একঝলক

তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে গত ৫ থেকে ৭ ডিসেম্বর বসেছিল আর্কা ফ্যাশন উইকের শীতকালীন আয়োজন আর্কা ফ্যাশন উইক উইন্টার-২০২৫। তিন দিনের এই আয়োজনে ছিল ফ্যাশন শো, মার্কেটপ্লেস, মাস্টারক্লাস, ফুড জোনসহ আরও অনেক কিছু। প্রতিবারের মতো এবারও আর্কা ফ্যাশন উইকের ফ্যাশন শো ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে।

আর্কা ফ্যাশন উইক উইন্টার–২০২৫–এর প্রথম দিন নিজেদের নকশা করা পোশাক প্রদর্শন করে স্লো ফ্যাশন ব্র্যান্ড রয়েল বেঙ্গল কতুর। ছেলেদের জ্যাকেটে দেখা গেছে ভিন্নধর্মী কালার ও নকশা।
ছবি: সুমন ইউসুফ
নারীদের ফরমাল পোশাক নিয়ে কাজ করা ব্র্যান্ড পৌষীর ব্যাগী স্ট্রেইট কাট প্যান্ট, টপ ও ফার জ্যাকেটে মডেল।
ফ্যাশন ব্র্যান্ড দানিয়ার সংগ্রহে ছিল বিভিন্ন ধরনের শীতপোশাক।
‘কাঁঠাল’–এর এবারের পোশাকের সংগ্রহে প্রাধান্য ছিল কালো রঙের। কাঁঠালের প্যান্ট, টি-শার্ট ও জ্যাকেটে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা মার্কিন আবসার।
এবারের থিম ছিল জামদানি। দ্বিতীয় দিনের ফ্যাশন শো শুরু হয় ‘স্টুডেন্ট রানওয়ে’ নামের নবাগত ফ্যাশন ডিজাইনারদের নকশা করা পোশাকের ফ্যাশন শোর মাধ্যমে।
এতে অংশ নেন ২০ জন উদীয়মান ফ্যাশন ডিজাইনার। জামদানি দিয়ে তৈরি লো-ওয়েস্ট স্কার্ট, টপ ও হ্যাটে পশ্চিমা লুক।
ব্যবহৃত ব্যানার দিয়ে পোশাক তৈরি করেছেন একজন নবাগত ডিজাইনার
বল গাউনে নকশিকাঁথার কাজ দেখা গেছে ফ্যাশন ব্র্যান্ড সিজের সংগ্রহে।
ফ্যাশন ব্র্যান্ড সেলউইনের পোশাক।
রানাউ–এর লাল রঙের গাউন। মডেলের মুখ ঢাকা হয়েছে নেট দিয়ে।