ঝাঁ–চকচকে র্যাম্প, নতুন কাপড়ের ঘ্রাণ, ডিজাইনারদের ব্যস্ততা, মডেলদের আনাগোনা, ফ্যাশনপ্রেমীদের হইচই—সব মিলিয়ে চার বছর পর সেই চেনা ছবি। আজ বুধবার থেকে শুরু হলো ‘এফডিসিআই (ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়া) ল্যাকমে ফ্যাশন উইক ২০২২’।

গতকাল মঙ্গলবার রাতে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ল্যাকমে ফ্যাশন উইকের সূচনা হয়েছিল। খ্যাতনামা ডিজাইনার অনামিকা খান্নার প্রদর্শনী দিয়ে আলোকিত ছিল এই রাত। জিও ওয়ার্ল্ড সেন্টারের খোলা আকাশের নিচে একঝাঁক মডেল অনামিকার পোশাক পরে র্যাম্পে হেঁটেছিলেন। আলোর ঝরনা, পাশ্চাত্য সংগীত আর অনামিকার ট্রেন্ডি পোশাক—সব মিলিয়ে অন্য মাত্রা পেয়েছিল এই আয়োজন।
অনামিকা তাঁর ‘একে-ওকে’ কালেকশনে সিবোরির মতো সাবেকি হ্যান্ডলুম শিল্পকে থ্রিডি এমব্রয়ডারিতে এনে আধুনিক রূপ দিয়েছেন। এ ছাড়া তাঁর কালেকশনে নতুন সংযোজন ডেনিমের ওপর কাটওয়ার্ক এবং সিল্ক, সার্টিন আর ডেনিমের ওপর ফ্লোরাল ও ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট। ফ্লোরাল পোশাকের সঙ্গে অনেক মডেল আবার সত্যিকারের বেলি ফুলের মালা ও ফুলের তোড়া নিয়েও হেঁটেছেন। একে-ওকের সংগ্রহ দেখতে লালগালিচা মাড়িয়ে হাজির হয়েছিলেন বলিউড তারকা নেহা ধুপিয়া আর অঙ্গদ বেদি দম্পতি, অনিল কাপুর, সংগীত তারকা আরমান মালিকসহ আরও অনেকে।
প্রতিবারের মতো ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিনের প্রথম শোর আয়োজক ছিল নামজাদা ফ্যাশন প্রতিষ্ঠান ‘আইএনআইএফডি’। ল্যাকমের মঞ্চে ছয় নবীন ডিজাইনারের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এই ফ্যাশন প্রতিষ্ঠান। বিয়ের ট্রেন্ডি পোশাক, রাজস্থানি সাবেকি এমব্রয়ডারির সঙ্গে আধুনিকতার মেলবন্ধন, সুতির হালকা পোশাকসহ আরও কিছু সংগ্রহ নিয়ে হাজির হয়েছিলেন নবাগত ডিজাইনাররা।
এদিন খানিজোর পুরুষের কালেকশন ছিল নজরকাড়া। পুরুষদের টুপি, পোশাক, জুতা—সবকিছুতেই ছিল অভিনবত্ব। আজ নবীনদের পাশাপাশি পারস-শালিনী, শান্তনু-নিখিলের মতো অভিজ্ঞ ডিজাইনাররাও আছেন। শেষরাতে শান্তনু-নিখিল এক ব্যতিক্রমী আয়োজন রাখতে চলেছেন। আজ প্রথম দিনে রয়েছে ৭টি শো। ফ্যাশন উইকের ৫ দিনের প্রতিদিন প্রথম শো দুপুর ১২টায়। আর শেষ শো রাত সাড়ে ৯টায়।