ফুলেল নকশার জর্জেট শাড়ি। বোঝা যাচ্ছে, ফ্লোরাল ডিজাইনগুলোই এই অভিনেত্রীর বেশি পছন্দঘুরেফিরে তাঁর স্নিগ্ধ হাসির সঙ্গে মা শ্রীদেবীর হাসির তুলনা এসেই যায়‘পরম সুন্দরী’ চলচ্চিত্রের আরেক অভিনয়শিল্পী সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে সিনেমার প্রচারণার জন্য জাহ্নবী এখন ঘুরছেন ভারতের নানা প্রান্তেটি–শার্টটাও কিন্তু বেশ মজার। দুটি কার্টুন চরিত্রের পাশেই লেখা আছে ‘পরম’ আর ‘সুন্দরী’।