আজ অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানের জন্মদিন, দেখুন তাঁর ১০টি ছবি

আজ অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানের ২৭তম জন্মদিন। এখন তিনি শ্রীলঙ্কায় শুটিংয়ে ব্যস্ত। গত বছর অক্টোবরে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’–এর জন্য বেশ প্রশংসা পেয়েছেন তিনি। প্রায় দেড় যুগ আগে শিশুশিল্পী হিসেবে বিনোদনজগতে পা রাখেন সাদনিমা। তিনি জানালেন তাঁর জন্মদিনের পরিকল্পনা।  

সাদনিমা শ্রীলঙ্কায় গেছেন গত ১৪ জানুয়ারি।
ছবি: সাদনিমার ইনস্টাগ্রাম থেকে
জন্মদিনেও শুটিংয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তবে কিসের শুটিং, তা এখনই প্রকাশ করতে রাজি হলেন না। তিনি বললেন, ‘আশা করছি ভালো একটা কাজ হতে যাচ্ছে।’
আগামীকাল ঢাকায় ফিরে পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করবেন বলে জানালেন।
চরকির ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’–এর জন্য দর্শকদের কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছেন বলে জানালেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘ভিন্ন রকমের গল্প, তাই মানুষ আরও বেশি পছন্দ করেছে।’
পশ্চিমা ধাঁচের পোশাক পরতে বেশি পছন্দ করেন সাদনিমা বিনতে নোমান।
অনুষঙ্গ হিসেবে তাঁর পছন্দের তালিকায় আছে হালকা গয়না।
হালকা মেকআপ করতে ভালোবাসেন সাদনিমা।
শাড়ি–কামিজও তাঁর প্রিয়।
সামনে তাঁর অভিনীত বেশ কিছু কাজ আসতে যাচ্ছে, জানালেন সাদনিমা বিনতে নোমান।
আগামী দুই ঈদেও সাদনিমা অভিনীত কিছু কনটেন্ট মুক্তি পাবে। জানালেন, ইতিমধ্যেই শুটিংও বেশ খানিকটা এগিয়েছে।