আজ অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানের ২৭তম জন্মদিন। এখন তিনি শ্রীলঙ্কায় শুটিংয়ে ব্যস্ত। গত বছর অক্টোবরে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’–এর জন্য বেশ প্রশংসা পেয়েছেন তিনি। প্রায় দেড় যুগ আগে শিশুশিল্পী হিসেবে বিনোদনজগতে পা রাখেন সাদনিমা। তিনি জানালেন তাঁর জন্মদিনের পরিকল্পনা।
