
আজ ২০ আগস্ট থেকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে শুরু হলো দুই সপ্তাহব্যাপী ক্লিয়ারেন্স সেল অ্যান্ড ফ্যাশন ফেস্ট ২০২৫। মোট ১০টি ব্র্যান্ডের পোশাক ও জুতা নিয়ে আয়োজিত এই ফেস্টের একঝলক দেখানো হলো ফ্যাশন শোয়ের মাধ্যমে। শপিং মলের লেভেন ১-এ আলাদা ১০টি স্টলে বিক্রি হচ্ছে এসব ছাড়ের পণ্য। তারই একঝলক রইল এখানে।