গর্ভবতী নারীদের শ্রেষ্ঠ ব্যায়াম হলো হাঁটা, সাঁতার কাটা। সম্ভব হলে ধীরে ধীরে সাইকেল চালানো। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ব্যায়াম শুরু করতে পারেন।

গর্ভাবস্থায় কোমরব্যথা একটি পরিচিত সমস্যা। গবেষণায় দেখা গেছে, প্রতি চারজনের মধ্যে তিনজন অন্তঃসত্ত্বা নারী কোমরব্যথায় ভোগেন। সাধারণত গর্ভাবস্থার শেষ দিকে, বিশেষ করে তৃতীয় ট্রাইমেস্টারে এ সমস্যা বেশি দেখা যায়। মায়ের জরায়ুর যে পাশে বাচ্চা অবস্থান করে, সেদিকে ব্যথা বেশি অনুভূত হয়। জরায়ু ও গর্ভস্থ শিশুর ওজন সর্বোপরি নিজের ওজন বৃদ্ধির জন্য মেরুদণ্ডের কার্ভে পরিবর্তন হয় বলে এ ব্যথা হয়। এ ব্যথার জন্য অনেকেই রাতে ঘুমাতে পারেন না। দৈনন্দিন কাজকর্মে সমস্যা সৃষ্টি হয়।
করণীয়
গর্ভাবস্থায় কোমরব্যথায় বড় কোনো ক্ষতি না হলেও মা ও অনাগত সন্তান উভয়ের জন্য চরম বিরক্তিকর। এ জন্য কিছু করণীয় হতে পারে:
এ ব্যথা দূর করার কার্যকর উপায় হলো ব্যায়াম। গর্ভবতী নারীদের শ্রেষ্ঠ ব্যায়াম হলো হাঁটা, সাঁতার কাটা। সম্ভব হলে ধীরে ধীরে সাইকেল চালানো। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ব্যায়াম শুরু করতে পারেন।
স্ট্রেচিং ব্যায়াম করলে কিছুটা ভালো ফল পাওয়া যেতে পারে। তবে এ ধরনের ব্যায়াম যেন দ্রুত এবং বেশি করা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যায়ামের সময় ব্যথা বা অন্য কোনো অসুবিধা মনে হলে তা বন্ধ করে দিতে হবে।
ব্যথার স্থানে গরম ও ঠান্ডা সেঁক দিলে কিছু সময়ের জন্য ব্যথা থেকে পরিত্রাণ মেলে। প্রথমে দু-তিন দিন ব্যথাযুক্ত স্থানে ২০ মিনিট করে ঠান্ডা সেঁক, এরপর কয়েক দিন একই স্থানে গরম সেঁক দিতে পারেন। তবে গর্ভাবস্থায় পেটে কখনো এ ধরনের সেঁক দেবেন না।
বসে কাজ করার সময় একটি ছোট তোয়ালে ব্যথার স্থানে লাগিয়ে রাখুন।
সোজা হয়ে বসার চেষ্টা করুন। পেছনে সাপোর্ট দিন। সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করুন, যাতে ঘাড় পেছনের দিকে থাকে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না; কিছুক্ষণ পরপর বসে বিশ্রাম নিন।
বাঁ পাশ ফিরে শোয়ার চেষ্টা করুন। এতে মেরুদণ্ডের ওপর চাপ যেমন কমবে, তেমনি দেহে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হবে না।
ঘুমানোর সময় দুই পায়ের মাঝে বালিশ ব্যবহার করতে পারেন, যাতে ওপরের পায়ের ভর বালিশে পড়ে। পেটের নিচেও বালিশ ব্যবহার বা পিঠের দিকে বালিশ দিয়ে সাপোর্ট দিতে পারেন।
বিস্তারিত পরামর্শ নিতে নিকটস্থ একজন ফিজিওথেরাপিস্টের দ্বারস্থ হতে পারেন।
এম ইয়াছিন আলী, চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট, ফিজিওথেরাপি, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা