
হঠাৎ যদি বাচ্চার নাক দিয়ে রক্ত পড়ে, তবে সেটা ভাবনার কথা বৈকি। তবে এ সময় ঘাবড়ে না গিয়ে ভালো করে নাকের ভেতরটা দেখার চেষ্টা করুন, রক্ত নাকের ভেতর থেকে আসছে, নাকি বাইরের দিকের চামড়া ছিঁড়ে যাওয়ার কারণে পড়ছে। অনেক শিশুর নাক খোঁটার অভ্যাস থাকে, এতে পাতলা ত্বক ছিঁড়ে রক্ত পড়ে। দীর্ঘদিন সর্দিতে ভুগলে নাক পরিষ্কার করতে করতে নাকের অগ্রভাগ থেকে রক্ত পড়তে পারে। নাকের ভেতরের রক্তনালি খুব স্পর্শকাতর এবং সামান্য আঘাত, এমনকি জোরে ঘষা খেলেও তা ছিঁড়ে যেতে পারে। এতে রক্তপাত হয়। নাকের পলিপ, সাইনোসাইটিস, নাকে আঘাত, মাথায় আঘাত, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, রক্তরোগ, প্রদাহ ইত্যাদি কারণেও রক্তপাত হতে পারে। কিছু ওষুধ যেমন অ্যাসপিরিন, আইবুপ্রফেন ইত্যাদি সেবন করলে কারও কারও রক্তপাত হয়।
কী করবেন: হঠাৎ নাক থেকে রক্তপাত হলে শিশু ভয় পেয়ে যায়, তাই ওকে সাহস দিন। বলুন, সে যেন কান্নাকাটি, হইচই বা লাফালাফি না করে। শিশুকে সোজা করে বসান, এরপর দুই আঙুল দিয়ে নাক একটু চাপ দিয়ে ধরে টেনে রাখুন। নাকের ওপরের দিকে যে শক্ত হাড় আছে, তার ঠিক নিচে রয়েছে নরম তরুণাস্থি। ঠিক এ জায়গাটাতেই জোরে চেপে ধরতে হবে। এভাবে ৫ থেকে ১৫ মিনিট ধরে রাখুন। এ সময় নাক দিয়ে নিশ্বাস নেওয়া বন্ধ রাখতে হবে। মুখ দিয়ে শ্বাস নিতে বলুন। নাকের ওপর একটু বরফ দিয়ে ধরে রাখা যায়।
যা করবেন না: শিশুর মাথা পেছনে হেলানো যাবে না। শিশু মাথা উঁচু করে নাক দিয়ে শ্বাস নেবে না, এতে রক্ত নাক থেকে গলায় ও পেটে, এমনকি শ্বাসনালিতেও যেতে পারে।
যদি ২০ মিনিট পরও রক্ত পড়তে থাকে কিংবা নাকের রক্তপাতের সঙ্গে মাথাব্যথা, চোখে দেখতে সমস্যা হয় কিংবা রক্তরোগ সংক্রমণ অথবা অন্য কোনো সমস্যা থাকে, তবে শিশুকে দ্রুত হাসপাতালে নিতে হবে।
ডা. আবু সাঈদ
শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল