স্বাস্থ্যবটিকা ® ব্রোন স্মিথ

স্থূলতার বিস্তার কতটা বেশি?

আমি খাবারের সঙ্গে গুঁড়া স্টেভিয়া মেশাই, আর বরফ চায়ে তরল স্টেভিয়া নিই।

যুক্তরাষ্ট্রে ৬৭ শতাংশ মানুষ এখন স্থূলকায়। অতিরিক্ত চিনি বা শর্করাযুক্ত খাবার গ্রহণই এ জন্য দায়ী। চিনির প্রতি আসক্তি কমাতে বিকল্প হিসেবে অনেকে স্টেভিয়া খেয়ে থাকেন। এটি তরল ফোঁটা অথবা গুঁড়া আকারে পাওয়া যায়।
‘স্বাস্থ্যবটিকা’র লক্ষ্য রোগনির্ণয় গোছের কিছু নয়