অ্যালার্জির কারণে শরীরে নানা ধরনের অসুবিধা দেখা দিতে পারে
অ্যালার্জির কারণে শরীরে নানা ধরনের অসুবিধা দেখা দিতে পারে

অ্যালার্জি ও সাইনাসে ভুগছি, চিকিৎসকের পরামর্শ চাই

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. এম আর ইসলাম। তিনি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের নাক কান গলাবিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন।

প্রশ্ন: আমি অ্যালার্জি ও সাইনাসে ভুগছি। আমার শরীরে এলার্জির পরিমাণ ৩৭৩০ ইউনিট। আমার বয়স ৩৪ বছর। ডাক্তার দেখিয়েছি, তাঁর দেওয়া সব টেস্ট করিয়েছি, এমনকি সিটি স্ক্যানও করিয়েছি। নাকের হাড় বৃদ্ধির জন্য ডাক্তার সার্জারি করতে বলছেন। আমি এটা করাতে চাচ্ছি না। আমার করণীয় কী?

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: আপনি অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। কিন্তু অ্যালার্জি প্যানেল টেস্ট করিয়েছেন কি না, উল্লেখ করেননি। যদি না করিয়ে থাকেন, তাহলে যত দ্রুত সম্ভব প্যানেল টেস্টের মাধ্যমে জেনে নিন কোন কোন জিনিস বা উপাদানে আপনার অ্যালার্জি রয়েছে। অ্যালার্জেনগুলো চিহ্নিত করে সেগুলো যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শে অ্যান্টি-হিস্টামিনজাতীয় ওষুধ গ্রহণ করতে পারেন। যদি নাক বন্ধ হয়ে যাওয়া কিংবা শ্বাস নিতে কষ্ট হওয়ার মতো উপসর্গ থাকে, তবে প্রয়োজনে নাকের স্প্রে ব্যবহার করতে পারেন। তবে নাকের হাড় বাঁকা কিংবা মাংস বৃদ্ধি পাওয়ার মতো সমস্যা সব সময় শুধু ওষুধে পুরোপুরি নিরাময় হয় না। এ ক্ষেত্রে আপনার চিকিৎসক যে পরামর্শ দিয়েছেন, সে অনুযায়ী অপারেশন করানোটাই যুক্তিযুক্ত হবে। যদিও অপারেশন করাবেন কি না, সেটি একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার সমস্যা সম্পর্কে আরও একবার অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলে মনে করি।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

অধুনা

প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: adhuna@prothomalo.com,

খামের ওপর ডাক ঠিকানা: প্র অধুনা,

প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। (খামের ওপর লিখুন ‘পাঠকের প্রশ্ন’), ফেসবুক পেজ: fb.com/Adhuna.PA ও ই-মেইলের

subject–এ লিখুন ‘স্বাস্থ্য জিজ্ঞাসা’