পাঠকেই এই প্রশ্নটির বিষয়ে পরামর্শ দিয়েছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং ল্যাবএইড লি. (ডায়াগনস্টিকস), কলাবাগান চেম্বারের অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম
প্রশ্ন: আমি পুরুষ, বয়স ৩৪। এই বছর বিয়ে করার ইচ্ছা আছে। কিন্তু বিয়ে নিয়ে একটা ফোবিয়ার মধ্যে আছি। আমি কখনো শারীরিক সম্পর্কে জড়াইনি। তাই আত্মবিশ্বাস কম। বিয়ের আগে আমার কী কী পরীক্ষা করানো উচিত? পরামর্শ দিলে ভালো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক, কিশোরগঞ্জ
পরামর্শ: বিয়ের আগে এ বিষয়ে কিছুটা দুশ্চিন্তা বা ভয় হওয়াটা স্বাভাবিক। তবে ভয় বা অস্বস্তি হওয়া মানেই আপনি অক্ষম বা অযোগ্য, তা কিন্তু নয়। আপনি যদি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করেন এবং মাঝেমধ্যেই, বিশেষ করে ঘুম থেকে ওঠার সময় স্বাভাবিক শারীরিক উত্তেজনা বোধ করেন, তাহলে আপনার যৌনস্বাস্থ্য সুস্থ আছে বলা যায়। তারপরও যদি নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে ও নিজের শারীরিক অবস্থা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে চান, তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে পারেন। এ ক্ষেত্রে টিএসএইচ বা থাইরয়েড হরমোন, টেস্টোস্টেরন হরমোন ও সিমেন পরীক্ষার মাধ্যমে আপনার শারীরিক সক্ষমতা ও শুক্রাণুর পরিমাণ সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারেন। পাশাপাশি রক্তের গ্লুকোজ, সিবিসি, ইএসআর, ইউরিন আর/ই, বুকের এক্স–রে ও ইসিজি পরীক্ষা করে ডায়াবেটিস, হৃদ্রোগসহ অন্য কোনো স্বাস্থ্য জটিলতা রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হয়ে নিতে পারেন। আশা করি, এতে আপনার মানসিক ভীতি দূর হবে। আপনি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বিয়ে করতে পারবেন।