Thank you for trying Sticky AMP!!

ব্রণ কমাতে ক্রিম ব্যবহার করে ত্বক পুড়ে গেছে, কী করব?

পরামর্শ দিয়েছেন গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ও চর্মরোগ বিভাগের বিভাগীয় প্রধান মো. আসিফুজ্জামান

ব্রণ নিয়ে যত বিভ্রান্তি

জিজ্ঞাসা: আমার বয়স ২৬ বছর। বয়স যখন ১৭ থেকে ১৮ বছর, তখন প্রচুর ব্রণ ওঠা শুরু করে। যে কারণে বাজারের বিভিন্ন ক্রিম ব্যবহার করতাম, ভালো–মন্দ কিছুই যাচাই করতাম না। একসময় মুখের ত্বক জ্বলে চামড়া উঠে কপালের দুই পাশে ছোপ ছোপ দাগ পড়ে যায়। চোখের নিচে কালো দাগ স্পষ্ট হয়ে ওঠে। এ নিয়ে হীনম্মন্যতায় ভুগছি।

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: যেসব ক্রিম ব্যবহার করেছেন, সেগুলোতে সম্ভবত স্টেরয়েড ছিল। এখন ব্রণ আছে কি না, জানাননি। যদি ব্রণ বেশি থাকে, তবে আগে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ব্রণের চিকিৎসা নিন। কালো ছোপ ছোপ দাগেরও চিকিৎসা আছে। আপনার থাইরয়েড, ডায়াবেটিস ইত্যাদি পরীক্ষাও করা উচিত।