আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

বাংলাদেশে এই প্রথম বোধ হয় দেখলাম এত বেশিসংখ্যক শিল্পী ও খেলোয়াড় সক্রিয় রাজনীতিতে অংশ নিতে নেমেছেন। আমি এটাকে একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে করি। এই পেশার মানুষ সাধারণত খুবই সংবেদনশীল মনের মানুষ হয়ে থাকেন। অন্যের প্রতি সহজাতভাবেই তাঁদের রয়েছে গভীর ভালোবাসা। এঁদের মধ্যে যাঁরা রাজনীতিতে এসেছেন, তাঁরা রাজনীতিটা ভালো বোঝেন বলেই আমার ধারণা। প্রিয় মেষ, আপনি এঁদের কেউ কি না জানি না, হয়ে থাকলে আপনাকে আমি স্বাগত জানাই। সাফল্য কামনা করি। চলতি সপ্তাহটি আপনার জন্য দারুণ শুভ।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

সুরসাগর হিমাংশু দত্ত ছিলেন এক বিরল প্রতিভাধর সংগীতজ্ঞ। এ জন্যই তিনি পেয়েছিলেন সুরসাগর উপাধি। তিনি পিয়ানোতে গান সুর করতেন। পাশ্চাত্য ও ভারতীয় সংগীতের অপূর্ব সংমিশ্রণ ছিল তাঁর সুরে। সুযোগ নেই বলে তাঁর কোনো গানের তালিকা আমি এখানে দিতে পারলাম না। সে যুগে এবং এ যুগেও অনেক শিল্পী তাঁর সুর করা গান গেয়েছেন। আপনি বৃষ, সংগীত আপনি ভালোবাসেন। চেষ্টা করবেন হিমাংশু দত্তের সুরের গান শুনতে। আপনার নিশ্চয়ই ভালো লাগবে। চলতি সপ্তাহটি আপনার আনন্দে কাটবে।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

মিথুন রাশির জাতক হেমন্ত মুখোপাধ্যায় শুধু সংগীত এবং সুদর্শন চেহারার জন্যই বিখ্যাত ছিলেন না, তিনি একজন উঁচু মনের মানুষও ছিলেন। প্রচুর জানা–অজানা লোককে তিনি এমনকি গোপনেও অর্থ সাহায্য করতেন। সব খবর তাঁর স্ত্রী বেলা মুখোপাধ্যায়ও জানতেন না। মিথুন স্বভাবগতভাবেই বড় মনের মানুষ হয়ে থাকেন। চলতি সপ্তাহে এর একটা প্রমাণ তাকে রাখতে হবে। শুভ হোক আপনার মিথুন।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

একটু কর্মচঞ্চল হয়ে উঠতে পারলেই সাপ্তাহিক সাফল্যটা আপনি কুড়িয়ে নিতে পারবেন। জড়তা ত্যাগ করুন, কাজে মন দিন। লোকের বিরূপ কথাবার্তায় কান দেবেন না। রাশিগতভাবেই কর্কটের মধ্যে সফল মানুষ হয়ে ওঠার গুণাবলি রয়ে গেছে। এই গুণগুলোকে কাজে লাগাতে হবে। কল্যাণ হোক!

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

চট্টগ্রামের মইনুলকে আমি কখনো দেখিনি। বিশেষ করে মোবাইল বার্তায়ই তাঁর সঙ্গে আমার প্রায় আট বছর ধরে যোগাযোগ। ব্যক্তিগত অনেক খবরই তিনি আমাকে জানান। সম্প্রতি জানালেন তাঁর একটি কন্যাসন্তান হয়েছে। মইনুলের সংগীতপ্রীতি আমাকে মুগ্ধ করে। রাশিফলে আমি যেসব গানের কথা উল্লেখ করি...তিনি সেসব খুব মন দিয়ে শোনেন এবং তাঁর প্রতিক্রিয়া আমাকে মেসেজ করে জানান। তাঁর এই গুণটিও প্রশংসনীয়। আমার রুচির সঙ্গে অন্য একজনের রুচির মিল আছে...এটা ভাবতেই আমার ভালো লাগে। মইনুলের মাধ্যমে সব সিংহ রাশির নারী–পুরুষকে জানাই, চলতি সপ্তাহটি তাঁদের জন্য দারুণ শুভ।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

সারা বছর কাঁদালি/ ফেব্রুয়ারি এলেই তুই/ হয়ে গেলি বাঙালি। আমি বলি, তা-ই বা মন্দ কি। বাঙালির চেতনা তো রক্ষা হয়। আমাদের বইমেলা, আমাদের ফেব্রুয়ারির সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো প্রাণের উৎসব হয়ে দাঁড়ায়। এই আনন্দ ও প্রেরণা নিয়ে আমরা সারা বছর চলতে পারি। প্রিয় কন্যা, আপনার রুচি ও সংস্কৃতি—দুটিই উন্নত। এরপর বলি, চলতি সপ্তাহটি আপনার জন্য বিশেষ উল্লেখযোগ্য হবে। যদি হয়, আমাকে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

অযথা মনের মধ্যে দুশ্চিন্তা তৈরি করবেন না। আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বর্তমান সময়টা আপনার জন্য খুবই ভালো। শ্রম ও আনন্দের দিকে মন দিন। সফল হোক আপনার চলতি সাত দিন।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

ঠিক ভোর হওয়ার আগে আকাশ কয়েক মুহূর্তের জন্য জমাট অন্ধকার হয়ে যায়। এর অর্থই হচ্ছে, ওই অন্ধকারের ওপারেই রয়েছে আলো। আজ যদি দেখেন আপনার জীবনের আকাশ গাঢ় অন্ধকারে ঢাকা...তাহলে জানবেন, সমাধান আর দূরে নেই। মনের স্থিরতা বজায় রাখুন। প্রিয় বৃশ্চিক, আপনার সামনে সমাধান, সাফল্য এবং আনন্দ আছে। আমরা আপনার কল্যাণ কামনা করি।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

বারবার ঘুমিয়ে পড়া এবং বারবার জেগে ওঠা ধনুর চরিত্র ও নিয়তি। অতীতের ব্যর্থতা ধনুকে কখনোই গ্রাস করতে পারে না। ধনু সব সময় বর্তমান ও ভবিষ্যৎকে নিয়ে ভাবিত। চলতি সপ্তাহে ধনুর সৃজনশীল ক্ষমতা সক্রিয় থাকবে। তিনি কাজ করবেন এবং সাফল্য পাবেন। কাজটা যা কিছুই হোক না কেন। শুভ হোক ধনুর।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

আমার এক বছর বয়সী নাতনি তৃয়া ও তার ফুপু অনিতা—দুজনেই মকর রাশির জাতক। কিন্তু তাই বলে তারা হুবহু এক রকম হবে বলে আমি মনে করি না। তাদের মধ্যে বাস্তব কারণেই ভিন্নতা থাকবে। রাশি এক হলেই মানুষ এক হয় না। চারিত্রিক বৈশিষ্ট্য হয় আলাদা আলাদা। এ কথাটি মনে করিয়ে দিয়েই বলি, চলতি সপ্তাহটি মকরের জন্য অত্যন্ত শুভ হয়ে উঠবে।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত আমার লেখা একটি বই আছে: ভাগ্য জানার উপায়। হয়তো চলতি বইমেলাতেও বইটি পাওয়া যাবে প্রথমার বইয়ের স্টলে। জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন শাখা নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি আমি। কৌতূহল থাকলে বইটি আপনি সংগ্রহ করবেন। হয়তোবা আপনার কাজে আসবে। বইটি পড়ে আপনি নিজেকে আবিষ্কার করতে পারবেন, অন্যকেও জানতে পারবেন। সপ্তাহ শুভ।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

মনের সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন। আপনার এখন সুসময়। কারও বিরূপ কথায় কান দেবেন না। এগিয়ে চলুন, এগিয়ে চলুন এবং এগিয়ে চলুন। শুভ হবে আপনার সপ্তাহটি। কল্যাণ হোক!