মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
মেষ রাশির জাতক-জাতিকার সঙ্গে হাত ধরাধরি করে চলে তাদের মেজাজ। কখনো কখনো এটা তাঁদের সার্বিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলে। তাই মেজাজের লাগাম এখনই টেনে ধরুন, নইলে হাত ফসকে বেরিয়ে যেতে পারে বড় কোনো সুযোগ। প্রেমের ব্যাপারে মিনমিন না করে সরাসরি প্রস্তাব দিন। কথা দিচ্ছি, এবার আর হতাশ হতে হবে না। আর্থিক বিষয়ে আপনার জন্য সুখবর অপেক্ষা করছে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ওল্ড ইজ গোল্ড—কথাটি মাথায় রেখে পুরোনো বন্ধুবান্ধবের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলুন। কারণ, এদের কারও কাছ থেকে এ সপ্তাহেই বড় ধরনের আর্থিক সহযোগিতা পেতে যাচ্ছেন! প্রেম ও রোমান্সের ব্যাপারে আপনাকে নিজে থেকে তেমন কিছু করতে হবে না; বরং প্রেমই আপনার ঘাড়ে চেপে বসবে। শুধু চোখ কান খোলা রাখুন। আপনি সংগীতশিল্পী হয়ে থাকলে এ সপ্তাহে দারুণ একটি সুখবর অপেক্ষা করছে!
মিথুন (২২ মে-২১ জুন)
আমার মিথুন বন্ধুদের এই এক দোষ—তারা এক জায়গায় বেশিক্ষণ থিতু হয়ে থাকতে পারেন না! আপনার এই ছটফটে স্বভাবকে নিয়ন্ত্রণ করুন, আর দেখতে থাকুন কত সহজে চাকরি কিংবা ব্যবসায়ে সাফল্য এসে ধরা দেয়! পরিবারের কারও কারও সঙ্গে বিরোধ ঘটে থাকলে এ সপ্তাহে মিটমাট হয়ে যেতে পারে। এ সপ্তাহে আপনার রোমান্টিক মনের পালে হাওয়া লাগতে চলেছে!
কর্কট (২২ জুন-২২ জুলাই)
সুখবর! সুখবর! যারা বিদেশ যাওয়ার প্রচেষ্টায় সাফল্যের দেখা পাচ্ছিলেন না, তাঁদের অনেকের ভাগ্যের শিকে ছিঁড়তে চলেছে। কর্মস্থলে বসকে কিন্তু চটানো চলবে না; বরং তাঁর মন জুগিয়ে চলুন, এতে শেষ পর্যন্ত আপনিই লাভবান হবেন। নতুন ব্যবসায়ে হাত দিতে চাইলে আর দেরি নয়, এখনই কাজে নেমে পড়ুন। এ সপ্তাহে কোথা থেকে যে টাকাপয়সা চলে আসবে, দেখে অবাক না হয়ে পারবেন না!
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
অন্যের সঙ্গে মানিয়ে চলা আপনার স্বভাবে নেই; বরং আপনি চান অন্যরা আপনার সঙ্গে মানিয়ে চলুক। তবে এর উল্টোটা ঘটলেই এ সপ্তাহে আপনি সব দিক দিয়ে লাভবান হবেন—কথাটা মনে থাকে যেন! এ সপ্তাহে পাওনা টাকা আদায় হবে, তবে চোখ রাঙিয়ে নয়; বরং মিষ্টি করে বলুন—ম্যাজিকের মতো কাজ হবে। নতুন প্রেম আপনাকে হাতছানি দিয়ে ডাকছে! সাড়া না দিয়ে উপায় কী বলুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
আর্থিক টানাপোড়েন থেকে কবে মুক্তি পাওয়া যাবে—এ কথা ভেবে ভেবে হয়তো হয়রান হচ্ছেন। আপনাকে আশ্বস্ত করছি, সপ্তাহের শুরু থেকে একটু একটু করে হলেও পরিস্থিতির উন্নতি ঘটতে শুরু করবে। কর্মস্থলে আপনার বড় ধরনের অর্জন সহকর্মীর ভুলে যাতে ম্লান হয়ে না যায়, সে ব্যাপারে চোখ কান খোলা রাখুন। ফেসবুকে কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে একাধিক বড় ধরনের সাফল্য আপনার নাগালের মধ্যে চলে এসেছে। এখন সেগুলোকে নিজের করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। এ সপ্তাহে একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। টাকাপয়সা নিয়ে দুর্ভাবনার অবসান হবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কষ্ট করে হলেও মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। এর ফলে যেমন অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হবে, তেমনি পাওনা আদায়ের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি ঘটবে। নিশ্চিত জিতবেন—কারও এমন আশ্বাসেও মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। এ সপ্তাহে আপনার রোমান্টিক মন কারও সঙ্গে প্রেমের বাঁধনে জড়াতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেশ কিছুদিন ধরে নানা রকম দুশ্চিন্তায় আচ্ছন্ন ছিল আপনার মন। কিন্তু এখন? দুশ্চিন্তার ওই কালো মেঘ কীভাবে যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে! কর্মস্থলের সাফল্য আপনাকে দারুণভাবে উজ্জীবিত করে তুলবে। ব্যবসায়িক পরিকল্পনারও সুষ্ঠু বাস্তবায়ন ঘটতে পারে এ সপ্তাহে। প্রেম ও রোমান্সের ছক্কা হাঁকানোর সম্ভাবনা আছে। প্রিয় ধনু, এক সপ্তাহে এর চেয়ে বেশি আর কী চাই?
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
আপনি যদি একজন রাজনীতিবিদ হয়ে থাকেন, তাহলে বলতেই হচ্ছে, সময় এখন আপনার। জনসংযোগ ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আপনার জনপ্রিয়তা বহুগুণ বৃদ্ধি পেতে পারে। ভালো লাগার মানুষটিকে প্রস্তাব দিয়েই দেখুন না! কথা দিচ্ছি, এবার আর হতাশ হতে হবে না। এ সপ্তাহে পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে হলে আপনাকে কুশলী হতে হবে। অর্থাৎ, ধরি মাছ না ছুঁই পানি!
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
একজন বিবেকবান মানুষের ধর্মই হচ্ছে অন্যের বিপদে পাশে দাঁড়ানো; যা আপনার মাঝে পুরোপুরিই বিদ্যমান। কিন্তু সমস্যা হচ্ছে, এটি করতে গিয়ে অনেক সময় নিজেই ঝামেলায় জড়িয়ে পড়েন। সপ্তাহ জুড়েই এ ব্যাপারে সতর্ক থাকুন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। টাকাপয়সার টানাটানি আচমকা উধাও হবে! প্রেম ও রোমান্সের ব্যাপারে এখন সুসময় বিরাজ করছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রিয় মানুষটির ব্যাপারে মনের মধে৵ দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকলে এখন তা ঝেড়ে ফেলুন। কারণ, শিগগির সে আপনার ঘরের মানুষে পরিণত হতে যাচ্ছে! ব্যবসায়ে যাঁরা এত দিন লোকসান গুনেছিলেন, এখন তাঁদের অনেকেরই বৃহস্পতি থাকবে তুঙ্গে। কেউ কেউ অন্যের উসকানিতে মামলা-মোকদ্দমায় জড়াতে পারেন, যা তাঁদের জন্য সুফল বয়ে আনবে বলে মনে হয় না। এ সপ্তাহে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন।