Thank you for trying Sticky AMP!!

নেপালের ফাকালপুর গ্রামে এক সকাল

হিমালয়ের পাদদেশের প্রত্যন্ত গ্রাম ফাকালপুর। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চললেও হিমালয়ের দেশ নেপালে এখনো শীত ‘নামেনি’। সকালে একটু হিমশীতল বাতাস শুধু জানান দেয় যে শীত বেশি দূরেও নেই। কাঠমান্ডু থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে, ধানগড়ি জেলার একটি গ্রাম ফাকালপুর। সেখানে ঘরে-বাইরে সবখানেই নারীর দাপুটে উপস্থিতি। এমন কোনো কাজ নেই, যা তাঁরা করেন না। ৭ নভেম্বর সকালে ক্যামেরা হাতে সেই গ্রামে গিয়ে হাজির হয়েছিলেন সাবিনা ইয়াসমিন।
হিমালয় পর্বতমালা
গ্রামের বাড়িগুলো এমন ফুল দিয়ে সাজানো, পরিপাটি
সকালে দল বেঁধে মাছ ধরতে যায় গ্রামের মেয়েরা, তাঁদেরই একজন লক্ষ্মী রানী চৌধুরী
এমন ছোট ছোট জাল দিয়ে মাছ ধরেন নারীরা
রোজ সাইকেল চালিয়েই কর্মস্থলে যান গ্রামের নারীরা
ধানগড়িতে সকালে সাইকেল চালিয়ে কাজে যান নারীরা
সকালে হাঁটা দূরত্বে কাজে যাচ্ছেন গ্রামের নারীরা
কেউ আবার বাড়ির উঠোনে এভাবে অলস শুয়ে কাটান, রোদ পোহান
নারীরা বাড়ির সামনে এভাবে বসে গল্প করেন, প্রতিবেমী ডেকে আড্ডা দেন
গ্রামের নারীরা কৃষিকাজ করেন, তাঁরাই আবার সবজি বিক্রি করেন