২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর। ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় তিন হাজার বর্গফুটের বাড়িটি তাঁরা কেনেন ২০১৩ সালে। দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে এ বাড়িতেই থাকেন সাইফ ও কারিনা। আর ১৫ জানুয়ারি রাতে এ বাড়িতেই অনুপ্রবেশকারীর আক্রমণের শিকার হন সাইফ আলী খান। বিভিন্ন সময়ে কারিনা কাপুরের ইনস্টাগ্রামে নানা ছবিতে উঠে এসেছে বাড়িটির অন্দর।
