Thank you for trying Sticky AMP!!

এই ল্যাম্পটি যেভাবে বাড়িতে বানাবেন

রাতে ঘুমানোর আগে কিংবা নিজের মতো করে একটু সময় কাটানোর জন্য হালকা আলোর বাতি সবারই পছন্দ। চাইলে নিজেই বানিয়ে নিতে পারেন এই বাতি।

উপকরণ: হাতে বানানো কাগজ, কাঠি, আঠা, লাইট, বৈদ্যুতিক তার ও কাগজের বাক্স।

প্রস্তুতি

  • কাগজের বাক্সটির ঠিক মাঝবরাবর ১ ইঞ্চি ব্যাসের একটি বৃত্ত কেটে নিন। একই বাক্সের আরেক পাশও এমনভাবে কেটে নিন, যেন বৈদ্যুতিক তারটি বাক্সের ভেতর দিয়ে বের করে নেওয়া যায়।

  • হাতে বানানো কাগজগুলো ৬ ইঞ্চি বাই ৬ ইঞ্চি মাপে কেটে নিন। এভাবে ৪টি কাগজ কেটে নিন।

১. কাগজের বাক্সের কেটে নেওয়া বৃত্তের ভেতর বৈদ্যুতিক লাইটের হোল্ডারটি বসিয়ে দিন।

২. এই অংশকে একটু মজবুত করতে আরও একটি কাগজের টুকরা ওপরে বসিয়ে দিন।

৩. কাগজের গোল টুকরাটি এভাবে বসান।

৪. হোল্ডারে লাইটটি লাগিয়ে নিন। লাইটের তারটি বাক্সে আগে থেকে কেটে রাখা অংশ দিয়ে বের করে নিন।

Also Read: ঘর সাজাতে ও প্রতিদিনকার ব্যবহার্য পণ্যে ফিরে এল বাঁশ–বেত

৫. কাঠিগুলো একটি অন্যটির সঙ্গে আঠা দিয়ে ছবির মতো করে জোড়া লাগিয়ে নিন।

৬. কেটে নেওয়া কাগজগুলো আঠার সাহায্যে কাঠিতে একের পর এক লাগিয়ে নিন।

৭. কাগজের চারদিকে একটি একটি করে কাঠি লাগিয়ে নিন।

কাগজের অংশটি বাক্সের ওপর আঠার সাহায্যে বসিয়ে নিন। এখানে একটু উঁচু করে বসানো হয়েছে, কিন্তু কাগজের অংশটি যেকোনোভাবেই বসিয়ে নেওয়া যাবে।

তৈরি হয়ে গেল কাগজের ল্যাম্প।