ঈদে ঘর সাজানোর জন্য চাইলেই অনেকে নতুন আসবাব কিনতে পারবেন না। এ ক্ষেত্রে পুরোনো আসবাব একটু রদবদল করে আবার ব্যবহার করতে পারেন। এ জন্য দরকার একটু পরিকল্পনা আর সৃজনশীলতা।
আধুনিক যুগে চাই আধুনিক আসবাব। বিদায় জানাতে হয় আমাদের খুব প্রিয় পুরোনো দিনের স্মৃতিবিজড়িত আসবাবগুলোকে। আর তখনই তৈরি হয় এক অদ্ভুত টানাপোড়েন—পুরোনোকে রাখব, নাকি নতুনকে জায়গা করে দেব। এ রকম মুহূর্তে পুরোনো আসবাবে কিছু পরিবর্তন এবং পরিমার্জন করে নতুনভাবে ব্যবহার করা সম্ভব বলে জানালেন স্থাপত্যবিষয়ক প্রতিষ্ঠান মেটামরফিক-এর স্থপতি ফারাহ মৌমিতা।
বাড়ি বা ফ্ল্যাটে নতুন লুক আনতে সাধারণভাবেই আমরা পুরোনো বা ভাঙা কাঠের জিনিস ফেলে দিয়ে থাকি কিন্তু ওই ভাঙা চেয়ার বা টেবিল থেকেই আপনি বানিয়ে ফেলতে পারেন লিভিং রুমের সুন্দর একটা শেলফ। শুধু চেয়ারের পায়াগুলো কাটিয়ে বসার জায়গাটাকে দেওয়ালের সঙ্গে এমনভাবে সেট করে দিন, যাতে তা একটা শেলফের আকার নেয়।
পুরোনো বড় আকারের টেবিল ঘরের আয়তন অনুযায়ী কাটিয়ে তার ওপর ল্যামিনেট তুলে দিয়ে কাচ লাগিয়ে দিন। দেখবেন টেবিলটা দেখতে কত হালকা লাগছে। টেবিলের যে অংশ বাদ গেল, তা যদি ভালো থাকে, তাহলে সেটা দিয়ে আপনার বারান্দা বা বাগানে পট বা টব রাখার জায়গা বানিয়ে ফেলতে পারেন।
এখন আলনার চল প্রায় নেই বললেই চলে। আলনার কাঠ দিয়ে আলমারিতে র্যাক বানিয়ে ফেলতে পারেন। যদি বাড়িতে কোনো পোষ্য থাকে, তাহলে পুরোনো চেয়ার দিয়ে তাদের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস বানাতে পারেন। পুরোনো ভারী কারুকাজ করা খাটের স্ট্যান্ডগুলো খুলে ফেলুন। পায়াগুলো কিছুটা ছোট করে নিন। তারপর পছন্দের রঙের বার্নিশ করুন। পেয়ে যাবেন মানানসই লো হাইট খাট। খাটের মাথার দিকের নকশার অংশ ফেলে না দিয়ে সোফার পিঠের দিকে জুড়ে দিন। পেয়ে যাবেন আধুনিক অ্যান্টিক সোফা। বানিয়ে ফেলতে পারেন দোলনাও।
কাঠের সিন্দুকের ওপর বার্নিশের প্রলেপ দিয়ে ওপরে একটা কাচ বসিয়ে দিন। অ্যান্টিক সোফার সঙ্গে হয়ে যাবে জুতসই সেন্টার টেবিল। আবার এই সিন্দুক দিয়েই করে ফেলতে পারেন বসার ব্যবস্থা। বার্নিশ করে তার ওপরে একটা গদি বসিয়ে দিন। সঙ্গে রঙিন কুশন রেখে দিতে পারেন।
পুরোনো ক্যাবিনেট বা বেডসাইড টেবিল ফেলে না দিয়ে বাথরুমের দেয়ালে লাগিয়ে নিন। প্রয়োজনীয় সরঞ্জাম রাখা যাবে। পেইন্ট করে বারান্দার দেয়ালের সঙ্গেও রাখতে পারেন। খবরের কাগজ ও ম্যাগাজিন স্টোরেজের ব্যবস্থা হিসেবে চমৎকার।
হোম মেকার নাসরিন হকের বাড়িতে রয়েছে এমন অনেক আসবাব, যেগুলো তিনি পুরোনো আসবাব থেকে নিয়ে নতুন করে করেছেন। তাঁর স্বামীর ছোটবেলার খাটের স্ট্যান্ডগুলো দিয়ে বানিয়ে নিয়েছেন আয়নার ফ্রেম। আবার, পুরোনো দুটি সিঙ্গেল সোফার পেছনের অংশ দিয়ে বানিয়ে নিয়েছেন একটি সোফা। তিনি জানান, পুরোনো শখের আসবাবগুলো একটু বুদ্ধি খাটিয়ে নিলেই আবারও ব্যবহার করা সম্ভব।