আজকাল বিয়েতে বর-কনেই উল্টো উপহার দিচ্ছেন, কী থাকতে পারে উপহারের ব্যাগে

এ ধরনের উপহার ব্যাগকে পশ্চিমা দুনিয়ায় বলে ‘ওয়েলকাম ব্যাগ’ বা ‘গুডি ব্যাগ’
ছবি: সংগৃহীত

বিয়েতে সাধারণত অতিথিরা নতুন বর–কনেকে উপহার দেন, এমনটাই তো রীতি। তবে আজকাল বিয়েবাড়িতে বর–কনেও উপহার দেন অতিথিদের।

এ ধরনের উপহার ব্যাগকে পশ্চিমা দুনিয়ায় বলে ‘ওয়েলকাম ব্যাগ’ বা ‘গুডি ব্যাগ’। ঢাকার অনেক বিয়েবাড়িতে এখন বর-কনের পক্ষ থেকে এমন উপহার দেওয়ার চল দেখা যাচ্ছে। 

যেকোনো পারিবারিক অনুষ্ঠানে এ ধরনের উপহারের আয়োজন রাখতে পারেন

সম্প্রতি রাজধানীর এসকেএস টাওয়ার মিলনায়তনে গায়েহলুদের আয়োজন করেন আছাফা জারিন। অনুষ্ঠানে আসা অতিথিদের জন্য বিশেষ ধরনের গুডি ব্যাগে ছিল নানা উপহার। ছিল চকলেট, হেয়ার ক্লিপ, নেইল কাটার, চাবির রিং, টিস্যু প্যাকেট ও চিরুনি। এদিকে সাবরিনা সাফিন পরিবার-পরিজন নিয়ে বিয়ের অনুষ্ঠান করতে গত জানুয়ারিতে দেশে আসেন। থাকেন যুক্তরাজ্যে। নিজের বিয়ে ও গায়েহলুদের আয়োজন করেন বগুড়া ও ঢাকায়। তাঁর অনুষ্ঠানেও সবার জন্য ছিল উপহার। সাবরিনা জানান, ‘বিয়ে-হলুদের এই আয়োজন আমাদের জন্য স্মৃতির অনুষ্ঠান। অনেক স্বজন আর পরিচিত এই অনুষ্ঠানে এসেছেন। তাঁদের চমক দিতেই ছোট গুডি ব্যাগে উপহার দেওয়ার ভাবনা মাথায় আসে।’ 

উপহার মানেই কিন্তু শুধু দেওয়া-নেওয়া নয়, উপহারে বাড়ে সৌহার্দ্য। অনেক বড় উপহারের চেয়ে ছোট একটা উপহারের রেশও অনেক দিন থেকে যায়। তরুণ

পেশাজীবী ফাহমিদা তাপসীর বিয়ের অনুষ্ঠানে উপহারের সঙ্গে ছিল সুন্দর একটা চিঠি। ফাহমিদা বলছিলেন, ‘সবাই এখন ব্যস্ত। এমন সময়ে সবাইকে বিয়ে ও গায়েহলুদের অনুষ্ঠানে পাওয়া কঠিন। তারপরও আত্মীয়স্বজন আমাদের জীবনের বিশেষ দিনে হাজির হন। সে কারণে আমাদের বিয়ের অনুষ্ঠানে সবার জন্য উপহারের বাক্সে ছোট চিঠি রেখেছিলাম। এই উপহার যেন অন্যদের মনে দাগ কাটে, সেই প্রচেষ্টাই ছিল আমাদের।’ 

কাগজের বিশেষ ব্যাগে কিংবা বাজার থেকে কেনা ছোট ছোট ব্যাগেও উপহার দিতে পারেন

উপহারের ব্যাগটিতে যে অনেক কিছু রাখতে হবে, বিষয়টা এমন নয়। ছোট ব্যাগে যা ধরে, যেমন চকলেট, চাবির রিং থেকে শুরু করে শুকনা খেজুরও রাখতে পারেন। একই সঙ্গে চিরকুটে বিশেষ কোনো বার্তা লিখতে পারেন। একটু চমক দেওয়ার জন্য নাম লেখা কার্ড বা রুমাল দিতে পারেন। সুগন্ধি কিংবা অর্গানিক সাবান রাখতে পারেন এই ব্যাগে। চাইলে কাঠের বাক্সও ব্যবহার করতে পারেন। স্থানীয়ভাবে পাওয়া যায়, এমন সাশ্রয়ী বিভিন্ন জিনিস দিয়ে ওয়েলকাম ব্যাগ পূর্ণ করতে পারেন।

প্যাকেজিংয়ে সৃজনশীলতা থাকলে দেখতে আরও সুন্দর হয়ে উঠবে। কাগজের বিশেষ ব্যাগে কিংবা বাজার থেকে কেনা ছোট ছোট ব্যাগেও উপহার দিতে পারেন। অতিথিদের শুভেচ্ছা জানিয়ে লিখতে পারেন ছোট চিঠি। নিজেদের বিশেষ দিনে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাতে পারেন তাঁদের।

এমন সব ছোট উপহার শুধু কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম নয়, বরং আপনার অনুষ্ঠানটাকে অতিথিরা আরও নিজেদের ভাবতে পারেন। এসব অনুষঙ্গ অতিথিদের কাছে মধুর স্মৃতি হিসেবে থেকে যাবে অনেক দিন। বর–কনের উপহার দেওয়ার এই আধুনিক চর্চা এখন আমাদের সংস্কৃতিতেও জনপ্রিয় হয়ে উঠছে, যা সামাজিক মেলবন্ধনকে করে তুলছে আরও দৃঢ়।