পরিবেশবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতায় সুব্রত দের তোলা যে ছবি সেরা হয়েছে

বৈশ্বিক প্রতিযোগিতাটির নাম ‘এনভায়রনমেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’। পরিবেশবিষয়ক ছবির এই প্রতিযোগিতার ৬টি শাখা। এসব শাখায় বিশ্বের ১১৫টি দেশ থেকে প্রায় ৩ হাজার ছবি জমা পড়েছিল। যার মধ্যে ‘কিপ ১.৫ অ্যালাইভ’ শাখায় সেরা হয়েছে বাংলাদেশি আলোকচিত্রী সুব্রত দের তোলা ছবি। তাঁর ছবিতে ফুটে উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় বিস্ফোরণের ভয়াবহতা। সেরা ৬টি ছবি রইল এখানে।

ফ্লেমিঙ্গো পাখি তিনটি মরে পানিতে ভেসে আছে। দুই স্বেচ্ছাসেবক গেছেন পাখিগুলো সরিয়ে নিতে। ইরানের মেহদি মোহেবির তোলা এ ছবির শিরোনাম ‘দ্য বিটার ডেথ অব বার্ডস’। প্রতিযোগিতায় বর্ষসেরা আলোকচিত্রীর পুরস্কার পেয়েছেন মেহদি
ছবি: সংগৃহীত
বর্ষসেরা তরুণ আলোকচিত্রীর পুরস্কার পেয়েছেন কেনিয়ার ফায়েজ খান। তিনিও একঝাঁক উড়ন্ত ফ্লেমিঙ্গো পাখির ছবি তুলেছেন
‘ভিশন অব দ্য ফিউচার’ শাখায় ইন্দোনেশিয়ার আরি বাসুকির ছবি সেরা হয়েছে
‘অ্যাডাপ্টিং ফর টুমরো’ শাখায় ডেনমার্কের আলোকচিত্রী সাইমন ত্রামন্তের ছবিটি পুরস্কার পেয়েছে
‘রিকভারিং নেচার’ শাখায় সেরা ইতালির আলোকচিত্রী জোনাথন জিমেনেজের তোলা ছবিটি
বাংলাদেশি আলোকচিত্রী সুব্রত দের তোলা ছবিটি