বৈশ্বিক প্রতিযোগিতাটির নাম ‘এনভায়রনমেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’। পরিবেশবিষয়ক ছবির এই প্রতিযোগিতার ৬টি শাখা। এসব শাখায় বিশ্বের ১১৫টি দেশ থেকে প্রায় ৩ হাজার ছবি জমা পড়েছিল। যার মধ্যে ‘কিপ ১.৫ অ্যালাইভ’ শাখায় সেরা হয়েছে বাংলাদেশি আলোকচিত্রী সুব্রত দের তোলা ছবি। তাঁর ছবিতে ফুটে উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় বিস্ফোরণের ভয়াবহতা। সেরা ৬টি ছবি রইল এখানে।
