দই শজনে
দই শজনে

দই শজনের রেসিপি

শজনেকে বলা হয় পুষ্টির ডিনামাইট। তাই রান্না করে দেখা যেতে পারে শজনের নানা পদ। পরিচিত পদের বাইরে অপরিচিত পদটির সন্ধান দিয়েছেন জেবুন্নেসা বেগম

উপকরণ

শজনে ৫০০ গ্রাম, পেঁয়াজবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, তেজপাতা ১টি, কাঁচা মরিচবাটা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, হলুদগুঁড়া আধা চা-চামচ

প্রণালি

শজনে ডাঁটার আঁশ ফেলে ৩ ইঞ্চি লম্বা করে টুকরা করে নিন। তেলে তেজপাতা ভেজে পেঁয়াজবাটা, রসুনবাটা, আদাবাটা, হলুদগুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে শজনে ঢালুন। ভালোভাবে নেড়ে টক দই দিন। অল্প পানি দিয়ে ঢেকে দিন।