কিনোয়ার পোলাও খেতেও মজা
কিনোয়ার পোলাও খেতেও মজা

সুপারফুড কিনোয়া দিয়ে পোলাও রাঁধবেন যেভাবে

কিনোয়া দিয়ে পোলাও রান্না করতে পারেন। পুষ্টির পাশাপাশি স্বাদেও আসবে ভিন্নতা। রেসিপি দিয়েছেন শাহানা পারভীন

মিক্স সবজিতে কিনোয়া পোলাও

উপকরণ: কিনোয়া ১ কাপ, বরবটি, মটরশুঁটি, গাজর, (পছন্দমতো নরম সবজি) প্রতিটি ২০ থেকে ৩০ গ্রাম করে। পেঁয়াজ কুচি (ভাঁজ খোলা) আধা কাপ, রসুন কুচি ১ চা–চামচ, কাঁচামরিচ কুচি ২টি, গোলমরিচ গুঁড়া আধা চা–চামচ, আদা কুচি ১ চা–চামচ, ফেটানো ডিম ১টি (ঝুরি করা), লবণ স্বাদমতো, ঘি/তেল/মাখন প্রয়োজনমতো।

চালের মত দেখতে হলেও এটা চাল না, কিনোয়া

প্রণালি: কিনোয়া ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে রাখুন। সবজিগুলো ছোট ছোট টুকরা করে নিন। সসপ্যানে ১ টেবিল চামচ ঘি দিয়ে পেঁয়াজ, রসুন ও আদা কুচি ঢেলে একটু ভাজুন। এরপর কিনোয়া দিন। একটু নেড়েচেড়ে ২ কাপ গরম পানি ও লবণ দিয়ে ঢেকে দিন। ১০ থেকে ১২ মিনিট পর সসপ্যান চুলা থেকে নামিয়ে নিন। অন্য একটি কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ ও রসুন ভাজুন। এবার সবজি ও কাঁচামরিচ দিন। একটু নেড়ে ঢেকে দিন। এবার কিনোয়া, গোলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ, ডিমের ঝুরি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি কিনোয়া পোলাও।