মিনিমালিস্টিক সাজপোশাক, সাদা, পিচ বা বিঞ্জজাতীয় হালকা রং বিয়েতে এখন বেশ ট্রেন্ডি। আর ২০২৩ সালের মতো ২০২৪ সালেও ট্রেন্ডে সূর্যের রং, আশার রং, রোমাঞ্চের রং কমলা! এর সবই উপস্থিত ছিল স্বাগতার বিয়েতে। গায়িকা ও অভিনেত্রী জিনাত শানু স্বাগতা ও হাসান আজাদের বিয়ে। স্বাগতার জীবনসঙ্গী একাধারে মিউজিশিয়ান, ব্যবসায়ী ও প্রযোজক। দেখে নেওয়া যাক, বিয়ের তিন আয়োজনের ছবি।