বিয়ে করলেন ৩২ বছর বয়সী পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোসেন।২০১৬ সালে মুক্তি পাওয়া বলিউডের সিনেমা ‘সানাম তেরি কাসাম’–এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মাওরা।৫ ফেব্রুয়ারি বিয়ে করেন মাওরা ও আমির।মাওরার জীবনসঙ্গী ২৮ বছর বয়সী আমির গিলানি পাকিস্তানি, পেশায় মডেল ও অভিনেতা।পাকিস্তানের লাহোরের এক দুর্গে বিয়ে করেন মাওরা ও আমির।পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।৫ বছরের প্রেমের সম্পর্ক ছিল তাঁদের।একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে মাওরা ও আমিরকে।তবে দুজনের কেউই প্রেমের বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি।অবশেষে সামনে এল বিয়ের ছবি।বিয়েতে মাওরার পরনে ছিল প্যাস্টেল নীল রঙের ভারী এমব্রয়ডারি, জারদৌসি ও চুমকির কাজের লেহেঙ্গা।বরের পরনে ছিল গাঢ় সবুজ রঙের কুর্তা, পায়জামা ও ওড়না।
বিজ্ঞাপন
মাওরা বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘প্রচণ্ড হইচই, আওয়াজ আর ভিড়ের মধ্যে তোমাকে খুঁজে পেয়েছি।’পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানসহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন এ জুটিকে।ইনস্টাগ্রামে মাওরার ভক্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৯২ লাখ।আমিরের ফলোয়ার ৩ লাখ ৬৩ হাজার।