ভাবনা এলেন মায়ের বেনারসি পরে

দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছিল গতকাল । রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট হয়ে উঠেছিল লালগালিচা। এই আয়োজনে কোন তারকা কী পরে এলেন? এখানে দেখুন অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সাজপোশাক।

অভিনেত্রী ভাবনা নজর কেড়েছেন টকটকে লাল বেনারসি শাড়িতে
ছবি: কবির হোসেন
পুরো শাড়িজুড়ে সোনালি সুতার ফুলেল নকশা করা। অভিনেত্রী জানান শাড়িটি তাঁর মায়ের
শাড়ির সঙ্গে মিল রেখে নিজের সংগ্রহে থাকা সাবেকি ধাঁচের গয়না পরেছেন
দু’হাতে আলতা দিয়ে আঁকা সূর্য বেশ মানিয়েছে তাঁর সাজের সঙ্গে
খোলা ঢেউ খেলানো চুলের সঙ্গে হালকা ছিমছাম সেজেছেন ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট সুমন রাহাতের কাছে