নিউইয়র্কে ঘুরছেন সোনম কাপুর
নিউইয়র্কে ঘুরছেন সোনম কাপুর

নিউইয়র্কের রাস্তায় নীল সোনম কাপুর

সোনম কাপুর নতুন কোনো পোশাক পরলে সেটা নিয়ে আলোচনা হবেই। আর কিছু না হোক বলিউডে ফ্যাশনিস্তা হিসেবে তিনি সুনাম কুড়িয়েছেন ভালোভাবেই। সাধারণ একটা টি-শার্ট আর জিনস পরে বের হলেও সেটা নিয়ে শুরু হয় আলোচনা। কারণ, সেই সাধারণ পোশাকেও অসাধারণ কিছু না কিছু বিষয় থাকে।

সোনম কাপুর এখন আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে ঘুরে বেড়াচ্ছেন আর ছবি আপলোড করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আজ ৩০ জুলাই একসঙ্গে শেয়ার করেছেন চারটি ছবি। যেখানে সব পোশাকেই আছে নীলের প্রাধান্য।

কেউ কেউ জানতে চেয়েছেন, তাহলে কি নীল রঙের প্রাধান্য দেখা যাবে এখন থেকে? দেখে নেওয়া যাক সোনমের পোশাকগুলো।

টপের হাতায় র‍্যাফলের আলাদা ব্যবহার যোগ করেছে ভিন্নতা

এই সাজে গুরুত্ব পেয়েছে স্ট্রাইপের নকশা। টপ ও স্কার্ট দুটিতেই আছে স্ট্রাইপ। এখনকার ফ্যাশনে মিডি স্কার্টের একটা চল দেখা যাচ্ছে। টপের হাতায় খেয়াল করলে দেখবেন, র‍্যাফলের আলাদা ব্যবহার যোগ করেছে ভিন্নতা। পায়ে সাদা স্নিকার্স, হাতে লাল রঙের মুঠোফোন, কাঁধে নকশা করা রঙিন ব্যাগ—সবকিছু মিলিয়েই চলতি ধারার সাজ ফুটিয়ে তুলেছেন এই বলিউড ফ্যাশনিস্তা।  

বোহেমিয়ান লুকে সোনম কাপুর

সোনমের পোশাকে ভিন্নতা থাকলে তিনি নিজেও যেন স্বস্তি বোধ করেন। রিপড জিনস আর স্ট্রাইপের কুর্তা খালি চোখে আহামরি লাগবে না। কিন্তু এর ওপরের হাতাকাটা শ্রাগ, গলায় রুপালি কয়েনের গয়না আর হাতের গুচির ব্যাগের কারণে সেটাতেও স্টাইল স্টেটমেন্ট তৈরি হয়েছে।

গয়না আর ব্যাগে তৈরি হয়েছে নতুন স্টাইল স্টেটমেন্ট

এই পোশাকেও আছে নীল রঙের প্রাধান্য। চেক নকশার টপের সঙ্গে পাশে কুঁচি দেওয়া পালাজ্জো পরেছেন। গলায় দুই স্তরের গয়না, কানে ঝোলানো দুল—সব মিলিয়ে বোহেমিয়ান লুক।