মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪

শাকিব খান এলেন রাজার বেশে

দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছে আজ। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট লালগালিচা। এই আয়োজনে কোন তারকা কী পরে এলেন? এখানে দেখুন অভিনেতা শাকিব খানের সাজপোশাক।

বাংলা সিনেমায় ২৫ বছর পার করেছেন শাকিব খান। সেটাই উদযাপিত হলো মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর মঞ্চে।
ছবি: কবির হোসেন
শাকিব খান মঞ্চে আসেন কালো লং ওভারকোট পরে, তাতে ছিল তাঁর নামের দুটি আদ্যক্ষর—‘এস কে’ লেখা ব্রোচ।
ওভারকোটের বুকের সামনে ও পেছনে সিকুয়েনের কাজ করা।
বাজ ক্যাটের হেয়ার স্টাইল এবং কালো জুতা পরে এসেছিলেন কিং খান।
ওভারকোটের সঙ্গে ছিল কোমরবন্ধ, সোনালি চেইনের লকেট ছিল গলায়। শাকিব খানের কস্টিউম ডিজাইনার ফারজানা সান।