তরুণ অভিনেত্রীরা বেছে নিয়েছিলেন নানা নকশার পোশাক
তরুণ অভিনেত্রীরা বেছে নিয়েছিলেন নানা নকশার পোশাক

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪

শাড়ি না গাউন—লালগালিচায় কী ধরনের পোশাক বেছে নিয়েছিলেন তরুণ অভিনেত্রীরা

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। ২৩ মে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট হয়ে ওঠে লালগালিচা। আয়োজনে তরুণ অভিনেত্রীরা কী পরে এলেন, চলুন একঝলকে দেখে নেওয়া যাক।

‎নীল রঙের কাঁধখোলা গাউন পরে এসেছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। গাউনটির মূল আকর্ষণ ছিল সোনালি রঙের লম্বা কাঁধখোলা ক্যাপ হাতা। অনুষ্ঠানের জন্য গাউনটি বানিয়ে দিয়েছে শানায়া কতুর। ‎‎পরেছিলেন এশিয়া জুয়েলস বাই তাসনোভা খান ব্র্যান্ডের গয়না। সেজেছিলেন হাবিব’স বিউটি লাউঞ্জে
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী পরে এসেছিলেন আকাশি–নীল রঙের শাড়ি। শাড়িতে প্রাধান্য পেয়েছে নানা রঙের ফুলের কারুকাজ। ডিজাইন করেছেন সাফিয়া সাথী
অভিনয়শিল্পী মালাইকা চৌধুরীর পোশাকটি বানিয়ে দিয়েছেন ডিজাইনার সাফিয়া সাথী। সেজেছেন জাহিদ খানের কাছে
কারিনা কায়সারের ঝলমলে পোশাকটি বানিয়েছেন সাবরিনা হাসিব। সেজেছিলেন মেকআপ আর্টিস্ট সুমাইয়ার কাছে
নিজের নকশা করা শাড়ি পরে এসেছিলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বি। হালকা রঙের শাড়িটি সফট সিল্কের
মিষ্টি সাজে সেজে সেজেছিলেন অভিনেত্রী সারিকা সাবাহ। পরেছিলেন সাদা রঙের পোশাক
আদ্রিয়ানা এক্সক্লুসিভ ব্র্যান্ডের শাড়ি পরে আসেন সাদিয়া আয়মান। গয়না সিক্স ইয়ার্ড স্টোরিজের। সেজেছেন জাহিদ খানের কাছে