কনে সাজে নাজনীন নীহা

অভিনেত্রী নাজনীন নীহা, টিভি নাটকে কাজ করছেন মাত্র দুই বছর। এর মধ্যেই পেয়েছেন ব্যাপক দর্শকপ্রিয়তা। ২০২৪ সালে ‘প্রথম আলো’র বিশেষ ম্যাগাজিন ‘বর্ণিল বিয়ে’র প্রচ্ছদে কনে সাজে উপস্থিত হয়েছেন। বউ সাজে কেমন লেগেছিল নীহাকে চলুন দেখে নেই।

ডিজাইনার সাফিয়া সাথীর নকশা করা লেহেঙ্গায় এই সময়ের কনে সাজে নীহা
ছবি: কবির হোসেন
বেনারসিতে চিরচেনা কনে সাজে
মসলিনের ওপর জারদৌসির কাজের শাড়ি পরে বউ সেজেছেন নীহা
খোলা চুল আবারও লেহেঙ্গা। আক্‌দের সাজে নীহা
হাতে বেলির মালা আর মুখে দুষ্টুমিষ্টি হাসি
টেনে বাঁধা চুলে সীতা পাটি আর নাকে মারাঠি নথে নীহাকে দেখাচ্ছিল অন্য রকম
তাঁর চোখের স্নিগ্ধ মায়াবী চাহনি নজর কাড়তে বাধ্য