বাবা মনোজ কোলির ব্যবসা ডুবতে ডুবতে এমনই খারাপ অবস্থায় চলে যায় যে একেবারে দেউলিয়া হয়ে পড়েছিলেন। আত্মীয়স্বজন কারও কাছে টাকা ধার চেয়ে পাচ্ছিলেন না। এমন অবস্থায় তাঁর ১২ বছরের কন্যা প্রাজক্তা কোলির ছোটবেলা থেকে টাকা জমানো মাটির ব্যাংকটা ভাঙা হলো। ৫ বছরে সেখানে ভালোই টাকা জমেছিল। ভালো বলতে সেই টাকা দিয়ে প্রাজক্তাদের পরিবার চলেছিল ৩ মাস! সে সময় প্রাজক্তা প্রতিজ্ঞা করেছিলেন, জীবনে এমনভাবে প্রতিষ্ঠিত হবেন, যাতে তাঁর পরিবারকে কোনোদিন কারও কাছে ধার করতে না হয়। সেই প্রতিজ্ঞা বাস্তব করেছেন প্রাজক্তা। গতকাল ২৫ ফেব্রুয়ারি ৩১ বছর বয়সে গাঁটছড়া বাঁধলেন নিজের স্বপ্নের পুরুষের সঙ্গে। তাঁর বর, ১৪ বছরের প্রেমিক, নেপালী আইনজীবী বৃষঙ্ক খানাল। দেখে নেওয়া যাক বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে প্রাজক্তার সাজপোশাক।
