মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪

নকশিকাঁথার মাঠ নিয়ে এলেন প্রীতম

দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছে আজ। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট লালগালিচা। এই আয়োজনে কোন তারকা কী পরে এলেন? এখানে দেখুন সঙ্গীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সাজপোশাক।

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর লালগালিচায় সঙ্গীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান হাজির হলেন কালো স্যুটে।
ছবি: অগ্নিলা আহমেদ
সঙ্গে ছিল সত্তরের দশকের বেল বটম স্টাইলের প্যান্ট ও কালো কোমরবন্ধ।
তবে নজর কেড়েছে তার নকশিকাঁথা স্টাইলের শার্ট।
প্রীতমের পুরো আউটফিট তৈরি করেছে ফ্যাশন ব্র্যান্ড ‘সার্তো’। বেশ কিছু সময় ধরে সার্তোর তৈরি পোশাকে আয়োজন মাতাতে দেখা যাচ্ছে প্রীতমকে।
গ্র্যামিতে প্রথম তাঁকে দেখা যায় সার্তোর সঙ্গে কোলাবোরেশান করতে।
গত বছর মেরিল-প্রথম আলো পুরস্কারেও তাঁকে দেখা গিয়েছিল সার্তোর তৈরি পোশাকে।
নকশিকাঁথা ডিজাইনের আইডিয়া এসেছে আসির নেহালের কাছ থেকে।