মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪

সাদিয়া আয়মানের জাঁকজমক

দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছে আজ। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট লালগালিচা। এই আয়োজনে কোন তারকা কী পরে এলেন? এখানে দেখুন অভিনেত্রী সাদিয়া আয়মানের সাজপোশাক।

মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান দারুণ উপভোগ করেন সাদিয়া আয়মান।
ছবি: অগ্নিলা আহমেদ
তাই এই আসরের জন‍্য তেমন পোশাকই বেছে নেন, যা হয় বেশ জাঁকজমকপূর্ণ।
সাদিয়া আয়মান এবার পরে এসেছেন কালো রঙের শাড়ির সঙ্গে ফুলহাতা ব্লাউজ।
তাঁর গয়না বিশেষভাবে ডিজাইন করেছে ‘সিক্স ইয়ার্ড স্টোরিজ’।
ব্যক্তিত্বের সঙ্গে মানায়, এমন মেকআপই করেছেন, চুলের সাজেও ছিলেন অনন‍্য।