সমুদ্র, পাথুরে সৈকত আর নারকেলবাগানে ফ্যাশনেবল টয়া

সম্প্রতি শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলেন মডেল ও অভিনেত্রী মুনতাহিনা টয়া।
ছবি: মুমতাহিনা টয়ার সৌজন্যে
চার দিন ঘুরে বেড়িয়েছেন শ্রীলঙ্কার সব সুন্দর সুন্দর স্থানে।
সমুদ্র থেকে সবুজ প্রকৃতি—সব জায়গায় ফ্যাশনেবল আউটফিটে দেখা গেছে টয়াকে।
প্রথম দিন ছিলেন শ্রীলঙ্কার আহাঙ্গামাতে।
পাথুরে সৈকতের সমুদ্রে বেড়াতে গিয়ে টয়া পরেছেন কালচে সবুজ রঙের ক্রপটপ।
প্যান্টটি বিচ আউটফিট হিসেবে দারুণ।
দ্বিতীয় দিন ছিলেন মিরিসাতে।
ঘুরে বেড়িয়েছেন কোকোনাট হিলের আশপাশের এলাকায়।
সমুদ্রসৈকতে ভিন্ন ভিন্ন আউটফিটে দেখা গেছে তাঁকে।
পরেছেন নিট কাপড়ের কালো রঙের গাউন।
সাটিনের বডিকন ড্রেসটি ‘সেলিব্রিটি চয়েস’ থেকে নেওয়া।
ক্রুশের ক্রপটপ আর মিনি স্কার্ট পরে ঘুরে বেড়িয়েছেন ইয়ালার সাফারি পার্কে।
মারমেইড পোশাকে টয়া, তাঁর ব্যক্তিগত সংগ্রহে ছিল পোশাকটি।
‘মেহের’-এর গাউনে টয়া।
হোটেলে সারা দিন ঘুরে বেড়িয়েছেন এই পোশাকে।
শ্রীলঙ্কায় চারটা দিন টয়ার কেটে গেছে দেখতে দেখতে।
রোদচশমা ছিল, তবে তাতেও যেন চলছিল না!