ওজনদার ট্রেইলে পূজা চেরি যেন লাল গোলাপ

দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছিল গতকাল । রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট হয়ে উঠেছিল লালগালিচা। এই আয়োজনে কোন তারকা কী পরে এলেন? এখানে দেখুন অভিনেত্রী পূজা চেরির সাজপোশাক।

অভিনেত্রী পূজা চেরি লালগালিচায় হাজির হয়েছিলেন লাল পোশাকে
ছবি: কবির হোসেন
লাল বডি কন ড্রেসের সঙ্গে ছিল লম্বা একটি ট্রেইল। ট্রেইলটি তৈরি করতে প্রায় ৩০০ ফুট কাপড় লেগেছে
দেশীয় ব্র্যান্ড ‘নিকাহ বাই কিবরিয়া রাতুল’ তৈরি করেছে পোশাকটি
লাল পোশাকের ট্রেইলজুড়ে ছিল গোলাপের নকশা করা। পূজা দাবি করলেন, ট্রেইলটির ওজন প্রায় ৫০ কেজি। তাঁর লুক ফুটিয়ে তুলেছেন মাহফুজ কাদরি, মেকওভার করেছেন জাহিদ খান। গলায় জড়ানো মুক্তার গয়না তৈরি করেছেন আরেক দেশীয় ব্র্যান্ড ইলোর