মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪

অফ শোল্ডার গাউনে ঝলমলে মিম

দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছে আজ। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট লালগালিচা। এই আয়োজনে কোন তারকা কী পরে এলেন? এখানে দেখুন অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সাজপোশাক।

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর আসরে সোনালি রঙের ঝলমলে অফ শোল্ডার গাউন পরেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
ছবি: অগ্নিলা আহমেদ।
মিমের গাউনটি ‘মাইসুন আমানি’র থেকে নেওয়া।
তাঁর পছন্দমতো থিমে গাউনটি বানিয়ে দিয়েছেন ডিজাইনার সাগুফতা।
মিমের জমকালো গয়নাগুলো ‘জাফ জুয়েলস’ থেকে নেওয়া।
মিম সেজেছেন ‘সিগনেচার লুক বাই সামিয়া’র থেকে।