Thank you for trying Sticky AMP!!

দুর্গম হিমালয়ের ১৭০০ কিলোমিটার পথ হাঁটবেন বাংলাদেশের শাকিল

হিমালয় পর্বতমালার মধ্য দিয়ে নেপালের পূর্ব থেকে পশ্চিমাঞ্চলে যাওয়ার পথটিই ‘গ্রেট হিমালয়ান ট্রেইল’। দুর্গম পথটি ১ হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ। রোমান্সপ্রিয়দের পছন্দের এ পথ পাড়ি দিতে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান। পরিচিতরা যাঁকে শাকিল নামেই চেনেন বেশি।

অভিযান নিয়ে আজ শনিবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারের তওফিক আজিজ খান সেমিনার হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইকরামুল হাসান। তাতে জানানো হয়, সবকিছু ঠিক থাকলে ৬ জুলাই ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে উড়াল দেবেন ইকরামুল।

তরুণ পর্বতারোহী ইকরামুল হাসান

কাঠমান্ডু পৌঁছার দিন কয়েক পর শুরু হবে মূল অভিযান। ইকরামুল হাসান প্রথম আলোকে বলেন, নেপাল-তিব্বত সীমান্তবর্তী নেপালের হিলসা শহর থেকে অভিযান শুরু করবেন। ১৫০ দিনের অভিযানে পা রাখবেন এভারেস্ট, ধলাগিরি, অন্নপূর্ণাসহ আট হাজার মিটারের আটটি পর্বতশৃঙ্গের বেজক্যাম্পে। নেপাল-ভারত সীমান্তের ইলাম এলাকায় শেষ হবে অভিযান।

সংবাদ সম্মেলনে অতিথিদের সঙ্গে ইকরামুল হাসান (দাঁড়ানো)

আজকের সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. রকীব আহমদ, অভিযাত্রী ও পাখিবিশেষজ্ঞ ইনাম আল হক, দারাজ বাংলাদেশ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা তাজদীন হাসান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সভাপতি ও এভারেস্ট বিজয়ী এম এ মুহিত।

হিমলুংয়ের চূড়ায় উঠছেন ইকরামুল হাসান

গ্রেট হিমালয়ান ট্রেইল অভিযানের আগেও বিভিন্ন পর্বতাভিযানে অংশ নিয়েছেন ইকরামুল হাসান। গাজীপুরের এই তরুণ জয় করছেন হিমালয়ের ‘কেয়াজো-রি’, ‘দ্রৌপদী-কা-ডান্ডা-২’ ও ‘হিমলুং’ পর্বতশৃঙ্গ।