বলিউড তারকাদের জীবনে অবসর মেলা ভার। তবে শীতের ছুটিতে, বছরের শেষ আর শুরুর সময় সেটে তাঁদের দেখা পাওয়া ভার, তাঁদের পাওয়া যায় ইনস্টাগ্রামে। ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করতে থাকেন তাঁরা। সেগুলোয় চোখ বুলিয়ে নেওয়া যাক।
জীবনযাপন ডেস্ক
কন্যা মালতী আর জীবনসঙ্গী নিক জোনাসকে নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া এখন মেক্সিকোয়!এই ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ভালোবাসার মানুষকে কাছাকাছি রাখুন। কোনো সাফল্যই ভালোবাসার মানুষ পাশে থাকার চেয়ে বড় নয়।’প্রিয়াঙ্কা চোপড়াও বেড়াতে গিয়ে এ রকম পায়ের ছবি তোলেন আর তা ইনস্টাগ্রামে পোস্ট করেন!সমুদ্রপাড়ে বালুতে প্রিয় মানুষের সঙ্গে সূর্যাস্তদর্শন!প্রিয়াঙ্কা ও ছোট্ট মালতী ডাবের ওপর লেখা ‘কাসা জোনাস’। স্প্যানিশ, ইতালীয় আর পর্তুগিজ ভাষায় কাসা অর্থ ‘বাড়ি’
বিজ্ঞাপন
বিপাশা বসু জীবনসঙ্গী করণ সিং গ্রোভার আর কন্যা দেবী বসু সিং গ্রোভারকে নিয়ে মালদ্বীপে আজ বিপাশার ৪৫তম জন্মদিন। সমুদ্রপাড়ে কন্যা আর জীবনসঙ্গীকে নিয়ে চলছে উদ্যাপনছুটিতে দিয়া মির্জা বনে গেছেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারশীতে জঙ্গলে ক্যাটরিনা কাইফ।চেকশার্টে জীবনসঙ্গী ভিকি কৌশলকে নিয়ে ক্যাটরিনা কাইফ। ভারতের রাজস্থানে ঘুরে বেড়াচ্ছেন এই জুটিচেক শার্টে ক্যাটরিনার ফ্যাশন স্টেটমেন্ট
বিজ্ঞাপন
কিয়ারা আদভানি আর সিদ্ধার্থ মালহোত্রা গেছেন বরফপাহাড়েসুইজারল্যান্ডের বরফে কিয়ারা আদভানি শহীদ কাপুর–মীরা কাপুর, এই দম্পতির দুই সন্তান, শহীদের মা, মীরার মা–বাবা, শহীদের ছোট ভাই, আরেক বলিউড তারকা ঈশান খাট্টার সবাই মিলে গেছেন ভুটানেছবিতে শহীদ কাপুরের মা নীলিমা আজিম ও শাশুড়ি বেলা রাজপুত ঈশান আর মীরা সম্পর্কে নাকি দেবর–ভাবি কম, বন্ধু বেশি!