Thank you for trying Sticky AMP!!

সাগরকোলের বিচ্ছিন্ন দ্বীপ দুবলার চর এখন কেমন? দেখে নিন ১০ ছবিতে

মাছ ধরতে দুবলার চরে এখন হাজারো জেলে। সাগরকোলের বিচ্ছিন্ন দ্বীপে তাঁরা গড়ে তুলেছেন শুঁটকিপল্লি। তাঁদের ঘিরে বসেছে বাজার, এসেছেন ডাক্তার আর নাপিত। এর মাঝেই রাস উৎসবে যোগ দিতে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। সব মিলিয়ে বহু মানুষের পদচারণে মুখর এখন দুবলার চর। কিন্তু মাস পাঁচেক পরই ঘরে ফিরে যাবেন তাঁদের সবাই, দ্বীপটি হয়ে পড়বে জনশূন্য, নির্জন। রাসের মাঝেই দুবলার চর ঘুরে এলেন সজীব মিয়া

দুবলার চরের শুঁটকিপল্লির একটি ঘর
মাছ শুকাতে দিচ্ছেন একজন
দুবলার চরের আলোরকোলে এভাবেই গড়ে উঠেছে শুঁটকিপল্লি
মাছ শুকাতে দিচ্ছেন দুই শ্রমিক
পল্লির বাসিন্দারা কুয়া থেকে খাবার পানি সংগ্রহ করেন
শুঁটকি তুলে রাখা হয়েছে ঘরে
আলোরকোলের অস্থায়ী বাজারে একটি খাবার হোটেল
দুবলার চরের নরসুন্দর
দুবলার চরের রাসমেলায় আসা পূণ্যার্থীদের নৌকা
পূন্যস্নানের সময় কয়েকজন পূণ্যার্থী