Thank you for trying Sticky AMP!!

বিশ্বের সেরা ১০ বিমানবন্দর, দেখুন ছবিতে

যাত্রীদের মতামতের ভিত্তিতে একটি জরিপ পরিচালনা করে প্রতিবছর বিশ্বের বিমানবন্দরগুলোর মধ্যে একটি র‍্যাঙ্কিং প্রকাশ করে এভিয়েশন র‍্যাঙ্কিং–সংক্রান্ত ওয়েবসাইট স্টাইট্র্যাক্স। ১৮ এপ্রিল তারা ২০২৪ সালের তালিকা প্রকাশ করেছে। ছবিতে দেখে নিন, সম্প্রতি প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী সেরা ১০ বিমানবন্দরের চিত্র।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, কাতার

কদিন আগেও সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর ছিল ১ নম্বর অবস্থানে। চাঙ্গিকে পেছনে ফেলে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর উঠে এসেছে ১ নম্বরে।

চাঙ্গি বিমানবন্দর, সিঙ্গাপুর

র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পেছালেও চাঙ্গি বিমানবন্দরের জৌলুশ বা সৌন্দর্য কমে গেছে, এমনটা নিশ্চয়ই বলা যাবে না।

সিউল ইনছন বিমানবন্দর, দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সিউলের ইনছন বিমানবন্দরকে বলা হয় বিশ্বের সবচেয়ে পরিবারবান্ধব বিমানবন্দর।

হানেদা বিমানবন্দর, জাপান

জাপানের হানেদা বিমানবন্দরও এক ধাপ পিছিয়ে এখন চতুর্থ অবস্থানে।

নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর, টোকিও, জাপান

সেরা দশে আছে জাপানের দুটি বিমানবন্দর। পঞ্চম অবস্থানে—টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর

শার্ল দ্য গল বিমানবন্দর, প্যারিস, ফ্রান্স

ফ্রান্সের প্যারিসের শার্ল দ্য গলকে বলা হয় ইউরোপের সেরা বিমানবন্দর।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, আরব আমিরাত

আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আছে সপ্তম অবস্থানে।

মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর, জার্মানি

জার্মানির মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান অষ্টম। বলা হয় যে এই বিমানবন্দরের কর্মীরাই নাকি ইউরোপে সেরা।

জুরিখ বিমানবন্দর, সুইজারল্যান্ড

সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর ইউরোপের সবচেয়ে পরিচ্ছন্ন বিমানবন্দর হিসেবে পরিচিত।

ইস্তাম্বুল বিমানবন্দর, তুরস্ক

তুর্কিয়ের (সাবেক তুরস্ক) ইস্তাম্বুল বিমানবন্দর ৪ ধাপ পিছিয়ে এখন ১০ নম্বরে।