স্থাপত্য আলোকচিত্রী আসিফ সালমানের তোলা ১০টি ছবি

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দেশি স্থাপনার সংখ্যা এখন কম নয়। এসব স্থাপনার বেশির ভাগের ছবিই সাধারণ মানুষের চোখের সামনে এসেছে আসিফ সালমান–এর কল্যাণে। স্থাপত্য বিষয়ে পড়তে এসে তিনি স্থাপত্য আলোকচিত্রী হয়েছেন। পেশাদার স্থাপত্য আলোকচিত্রী হিসেবে গত ছয় বছরে পাঁচ শতাধিক প্রকল্পে কাজ করেছেন এই তরুণ। দেখুন তাঁর তোলা ১০টি ছবি।

সাতক্ষীরার ‘ফ্রেন্ডশিপ হাসপাতাল’
ছবি: আসিফ সালমান
বনের মধ্যে বাড়ি, নামও তাই ‘বনের বাড়ি’
মেঘরোদ প্রকল্প
আগা খান একাডেমি
শিকড় প্রকল্পের একটি ছবি
দিনাবাড়ি প্রকল্প
ইউল্যাব ক্যাম্পাস
মোহাম্মদপুরের মীর মঞ্জিল
মানিকগঞ্জের শাহ মোহাম্মদ মহসিন খানের সমাধিসৌধ
সাভারের জেবুন নেসা মসজিদ