আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দেশি স্থাপনার সংখ্যা এখন কম নয়। এসব স্থাপনার বেশির ভাগের ছবিই সাধারণ মানুষের চোখের সামনে এসেছে আসিফ সালমান–এর কল্যাণে। স্থাপত্য বিষয়ে পড়তে এসে তিনি স্থাপত্য আলোকচিত্রী হয়েছেন। পেশাদার স্থাপত্য আলোকচিত্রী হিসেবে গত ছয় বছরে পাঁচ শতাধিক প্রকল্পে কাজ করেছেন এই তরুণ। দেখুন তাঁর তোলা ১০টি ছবি।
