ফৌজদারহাটের ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। ‘পুষ্প কাননে জুড়িয়ে ভুবন প্রাণ, ছড়াও সাম্যের গান’—এই স্লোগান সামনে রেখে চতুর্থবারের মতো আয়োজিত ফুল উৎসবটি চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের উৎসবে দেশি-বিদেশি ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল প্রদর্শিত হচ্ছে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, শিউলি ও হাসনাহেনার মনমাতানো সুবাসের পাশাপাশি দর্শনার্থীদের মুগ্ধ করছে টিউলিপ, চেরি, জাকারান্ডা ও উইস্টেরিয়ার মতো দুর্লভ ফুলের জাদুকরি সৌন্দর্য। রঙিন ফুলে সাজানো পার্কজুড়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চোখে পড়ছে। ছবি তুলেছেন জুয়েল শীল