গাইবান্ধার ফুলছড়ি ঘাট থেকে যমুনা নদীর বিভিন্ন চরসহ জামালপুরের দেওয়ানগঞ্জে নৌকা চলাচল করে। জয়পুরহাটের আলোকচিত্রী সোহেল রানা এই ঘাট থেকেই হেঁটে হেঁটে গিয়েছিলেন আরও দূরের টেংরাকান্দি চরে। সেখানে দিনভর থেকে দেখেছেন চরের মানুষের জীবনসংগ্রাম। সেসব ধারণও করেছেন ড্রোনে।