শ্রীলঙ্কা–মালদ্বীপে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন শবনম ফারিয়া

গত মাসেই বিয়ে করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। পাত্র তানজিম তৈয়ব দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। বিয়ের পর প্রথম সফরে এ মাসের শুরুতে শ্রীলঙ্কা ও মালদ্বীপে গেছেন তাঁরা। দেখুন তাঁদের ভ্রমণের ৬টি ছবি।

শ্রীলঙ্কার নুয়ারা এলিয়ার একটি হোটেলে শবনম ফারিয়া, ২ অক্টোবর
ছবি: ফেসবুক থেকে
নুয়ারা এলিয়ার ভিক্টোরিয়া পার্কে একচক্কর, ৩ অক্টোবর
ঐতিহাসিক গল দুর্গের পাশে। এই ছবির ক্যাপশনে শবনম ফারিয়া লিখেছেন, ‘তোমার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগল গল ফোর্ট’, ৬ অক্টোবর
শ্রীলঙ্কার অন্যতম প্রধান শহর গলে, ৭ অক্টোবর
মালদ্বীপের একটি রিসোর্ট, ৯ অক্টোবর
সাতসকালে বেরিয়েছিলেন ডলফিন দর্শনে, ১১ অক্টোবর