Thank you for trying Sticky AMP!!

রাতারগুলের আরেক রূপ দেখুন ৭ ছবিতে

রাতারগুল জলাবনের ভরা বর্ষার রূপটাই আমাদের চেনা বেশি। জলমগ্ন হয়ে পড়ে বনের হিজল-করচ-বরুণ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার এই বনের এখন আরেক রূপ। খালপাড়ের গাছগুলো জলমগ্ন থাকলেও বনের অনেক জায়গাই এখন শুষ্ক। তবে বৃষ্টিতে সতেজতা ফিরে পেয়েছে সবুজ পাতা। পর্যটকদের কাছে রাতারগুলের এই রূপও কম প্রিয় না। এ মাসের শুরুতে ঘুরে এসেছেন এ এস এম শাহীন

সরু খাল দিয়ে জলাবনে ঢুকে পড়ে নৌকা
গ্রীষ্মের বৃষ্টিতে বনের ভেতরে পানি বেড়ে গেছে
বনজুড়ে করচগাছ
ভরা বর্ষায় গাছগুলোর অনেকখানি অংশ পানিতে ডুবে থাকে
বনের অনেক জায়গা একেবারে শুষ্ক
জলহীন জলাবন