যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগসহ সারা দেশ বিকেল চারটা থেকে তিন মিনিটের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। এই নীরব প্রতিবাদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে ‘তিন মিনিট’ শিরোনামে আরেকটি গান বেঁধেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন।নতুন এই গানটি আজ বুধবার ব্যক্তিগত ওয়েবসাইটে পোস্ট করেছেন কবীর সুমন। সুমন তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘১২ ফেব্রুয়ারি শাহবাগ ও সারা দেশে তিন মিনিটের যে নীরবতা কর্মসূচি পালিত হয়েছে, তার প্রতি স্যালুট জানিয়েছে এই গান। বাংলাদেশে চলমান ঐতিহাসিক আন্দোলনের প্রতি এই গান স্যালুট জানাচ্ছে। আমি ৬৪ বছর বয়সী একজন সুরকার, শিল্পী ও গায়ক। বাংলাদেশের তরুণদের কাছ থেকে আমি শিখছি।’পাঠকদের জন্য তুলে দেওয়া হলো গানটি:‘তিন মিনিট’কথা ও সুর:‘তিন মিনিটের জন্য শাহবাগ হল দেশ,তিন মিনিটের জন্য দেশটাই শাহবাগএ হলো নতুন যুগের জন্মআকাশে পূর্বরাগ।তিন মিনিটের নীরবতা হলোযুগের আঁতুড়ঘরগণতন্ত্রের অভিষেক হবেদুনিয়ায় এর পর।শহীদ যোদ্ধা বীরাঙ্গনারাইতিহাসজুড়ে জাগেযৌবন যায় ইতিহাস গড়েআজকের শাহবাগে।দূর থেকেতবুও আমি শামিলশামিল অন্যরাও,বুড়ো সুমনের একটাই কথাআমায় সঙ্গে নাও।’গানটি শুনতে এই লিংকে ক্লিক করুন:http://www.kabirsumanonline.com/home/2013/02/13/tin-minit-three-minutes/